ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ সোমবার (৪ আগস্ট) মিরপুরে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে ৪ সেপ্টেম্বর নির্বাচন আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন বর্তমান কমিটির আহবায়ক সেলিম শাহেদ।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে সেলিম শাহেদ বলেছেন, ‘আমরা কোয়াবের সভা করে নির্বাচনের তারিখ ঠিক করেছি আগামী ৪ সেপ্টেম্বর। এই সভায় আলোচনা করা হয়েছে কীভাবে এই নির্বাচনের প্রক্রিয়া চলবে। নির্বাচন সংশ্লিষ্ট সকল কাজ কীভাবে সম্পন্ন হবে সেটিও আলোচনা হয়েছে। এখন সদস্যপদ, নমিনেশন ফর্মসহ যাবতীয় কাজ শুরু হবে। নির্বাচনের জন্য কমিশন গঠন করা হয়েছে।'

'কমিশনের চেয়ারম্যান হিসেবে রাখা হয়েছে ইফতেখার রহমান মিঠুকে, তার সঙ্গে সাবেক ক্রিকেটার নাসির আহমেদ নাসু থাকবেন এবং মেম্বারশিপ কমিটির জন্য হাবিবুল বাশার সুমন থাকবেন। এই তিনজনকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তারা নির্বাচনের বিধিমালা অনুযায়ী কাজ করবেন।'- বলেন তিনি।

নিজেদের অফিস নিয়ে সেলিম বলেন, 'আমরা কোয়াবের জন্য শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একটি জায়গা বরাদ্দ পেয়েছি। সেজন্য আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই, জাতীয় ক্রীড়া পরিষদকেও (এনএসসি) ধন্যবাদ জানাই এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ জানাই।'

'তাদের সকলের সহযোগিতার কারণে আমরা কোয়াবের একটা স্থায়ী ঠিকানা পেয়েছি। যেটা বহু বছর ধরে মিসিং ছিল। ভবিষ্যতে কোয়াবের অফিস ও রেজিস্ট্রেশন এই ঠিকানা অনুযায়ী হবে।'

এসএইচ/এইচজেএস