লিগ ও কাউন্সিলশিপের দাবিতে পাইওনিয়ার ক্লাবগুলোর প্রতিবাদ সমাবেশ
হামজা-সামিত আসায় বাংলাদেশের ফুটবলে উন্মাদনা বেড়েছে অনেক। বাফুফে কর্মকর্তাদের মনোযোগও যেন এখন জাতীয় দল কেন্দ্রিক। ঘরোয়া ফুটবলের নানা বিষয় যেন এখনও উদাসীনতায়। পাইওনিয়ার কমিটির চেয়ারম্যান আট মাস আগে মনোনীত করলেও এখনও কমিটি পূর্ণাঙ্গ হয়নি। কবে খেলা সেটার নিশ্চয়তাও নেই, তাই পাইওনিয়ার লিগের কয়েকটি ক্লাব-ক্ষুদে ফুটবলাররা আজ (বুধবার) বিকেলে বাফুফে ভবনের সামনে আন্দোলন করেছে।
ঘরোয়া ফুটবল কাঠামোর সর্বনিম্ম স্তর পাইওনিয়ার লিগ। এখান থেকে ফুটবলাররা ধাপে ধাপে বেড়ে উঠেন। সেই পাওনিয়ার লিগ ২০২২ সালের পর থেকে হয় না। মহানগর ক্রীড়া চক্র পাইওনিয়ার লিগে অংশগ্রহণ করে ২০২১ সাল থেকে। সেই ক্লাবের সাধারণ সম্পাদক আলমীর হোসেন বলেন, ‘২০২২ সালে আমরা এন্ট্রি ফি দিয়েছি। এখনও খেলা হচ্ছে না। এই লিগ অনিয়মিত হলে সামনে আর ফুটবলার পাওয়া যাবে না।’ প্রভাতী ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক শরিফুল আলম বলেন, ‘খেলোয়াড়রা আমাদের প্রতিনিয়ত জিজ্ঞেস করে। আমরা কিছু বলতে পারি না, তাদের স্বপ্ন ধূলিসাৎ হচ্ছে।’
বিজ্ঞাপন
আজকের প্রতিবাদ সমাবেশে ক্লাব কর্মকর্তাদের পাশাপাশি ক্ষুদে ফুটবলাররাও এসেছিলেন। ব্যানার-ফেস্টুন নিয়ে তারাও প্রতিবাদ জানিয়েছেন। ‘পাইওনিয়ার লিগ বন্ধ কেন বাফুফে জবাব চাই’, ‘আমাদের বয়স বাড়ছে আমরা কি পাইওনিয়ার খেলতে পারব’ , ‘পাইওনিয়ার ফুটবল সকল অবহেলা বন্ধ কর’, ‘দ্রুত পাইওনিয়ার শুরু করো’ এ রকম নানা স্লোগানও দিয়েছেন ফুটবলাররা।
বিজ্ঞাপন
পাইওনিয়ার মূলত বয়সভিত্তিক পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট। ৮০ ক্লাব পাইওনিয়ারের জন্য নিবন্ধন করেছে। এই ক্লাবগলোর ফুটবলারদের বয়স যাচাই-বাছাই করতে কমপক্ষে দুই মাস সময় প্রয়োজন মনে করছেন লাইজু ফুটবল একাডেমির সহ-সভাপতি শাহাদাত হোসেন, ‘কমিটির চেয়ারম্যান অক্টোবর লিগ শুরু করতে চেয়েছেন। সেটা করতে হলে এখনই সকল কাজ শুরু করতে হবে। কারণ একদিন করে একটি ক্লাবের খেলোয়াড়দের বয়স নির্ধারণ করলেও ৮০ দলের ৮০ দিন প্রয়োজন। এরপর প্রস্তুতি ও নানা বিষয় তো রয়েছেই। আমরা এখনই পাইওনিয়ার লিগের জন্য বাইলজ এবং পূর্ণাঙ্গ কমিটি চাই।’
এবার পাইওনিয়ার লিগ কমিটির চেয়ারম্যান বাফুফের নির্বাহী সদস্য টিপু সুলতান। তিনি ব্যক্তিগত কাজে দেশের বাইরে রয়েছেন। ক্লাবগুলোর আন্দোলন ও দাবি সম্পর্কে তার বক্তব্য, ‘আমাদের কমিটি এখনও পূর্ণাঙ্গ হয়নি। তবে কাজ চলমান রয়েছে। আমরা সম্ভাব্য ভেন্যুগুলো নির্ধারণ করেছি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছি পৃষ্ঠপোষকতার জন্য। অক্টোবর লিগ পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।’
গত বছরের নভেম্বরে পাইওনিয়ার লিগ কমিটির চেয়ারম্যান হিসেবে টিপু সুলতান মনোনীত হয়েছেন। আট মাস পেরিয়ে গেলেও সেই কমিটি পূর্ণাঙ্গতা পায়নি। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জুনের মাঝামাঝিতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছিলেন। সেই সম্মেলনে দ্রুত সময়ের মধ্যে কিছু কমিটি পূর্ণাঙ্গ ও গুরুত্বপূর্ণ কিছু কমিটি গঠনের অঙ্গীকার দিয়েছিলেন। দুই মাস পেরিয়ে গেলেও সভাপতি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেননি।
১৯৮১ সাল থেকে বাফুফে পাইওনিয়ার লিগ শুরু করেছে। অনেক ক্লাবই রয়েছে এলাকার ও বন্ধু-বান্ধবের সংস্কৃতি ধরে রাখতে এই পর্যায়ে দীর্ঘ দুই-তিন যুগ ধরে ক্লাব পরিচালনা করে আসছে। পাইওনিয়ার ক্লাবগুলোর বাফুফেতে কোনো ভোটাধিকার নেই। অথচ সালাউদ্দিনের গত কমিটি নামকাওয়াস্তের নারী লিগে শীর্ষ চার ক্লাবকে ভোটাধিকার দেয়, সেখানে পাইওনিয়ারের ওই অধিকার নেই। আজকের প্রতিবাদ সমাবেশে দ্রুত লিগ পরিচালনার পাশাাপশি পাইওনিয়ারে সেমিফাইনালিস্ট চার দলের ভোটাধিকারের দাবিও উঠেছে জোরেশোরে।
নিচের স্তরের লিগগুলো বাফুফে নিয়মিত আয়োজন করতে পারে না। দুই-তিন বছর পরপর পাইওনিয়ার আয়োজন হয়েছে। তবে আজকের আন্দোলনকারী ক্লাবগুলো বাফুফের নির্বাহী সদস্য বিজন বড়ুয়ার প্রশংসা করেছেন, ‘বিজন দা যখন পাইওনিয়ার কমিটির চেয়ারম্যান ছিলেন তখন তার সময়ে প্রতি বছরই খেলা হয়েছে।’
এজেড/এএইচএস