উঠেই গেল ঘরোয়া ফুটবলের সংস্কৃতি, অনলাইনে দলবদল
বাংলাদেশের ফুটবলে সোনালী দিনের বড় অংশ জুড়ে দলবদল। তারকা ফুটবলারদের লুকিয়ে রাখা, ঘোড়া-হাতির গাড়িতে খেলোয়াড়দের নিয়ে আসার সংস্কৃতি বদল হয়েছে অনেক দিন ধরেই। সাম্প্রতিক সময়ে দলবদলের শেষ দিনে ক্লাব কর্মকর্তারা এসে খেলোয়াড় তালিকা জমা দিতেন। এবার সেটাও হয়নি।
আজ ছিল ২০২৫-২৬ মৌসুমে প্রিমিয়ার লিগে ফুটবলার নিবন্ধনের শেষ দিন। বাফুফে ভবনে আজ দু’টি সংবাদ সম্মেলন ছিল। সাংবাদিকরা বিকেল পর্যন্ত ফেডারেশনে থাকলেও ক্লাব কর্মকর্তা-ফুটবলারদের আনাগোনা দেখা যায়নি। প্রায় সকল ক্লাবই ফিফা কানেক্টের মাধ্যমে অনলাইনে দলবদল সেরেছে। আধুনিক বিশ্বে দলবদল অনলাইন ট্রান্সফারই হয়। বাফুফে এবার সেই পথে হাটায় ঘরোয়া ফুটবলের সংস্কৃতি অনেকটাই উঠেই গেল।
বিজ্ঞাপন
নতুন মৌসুমে কাগজে-কলমে আবাহনী-কিংস ভালো দল গড়েছে। গত মৌসুমের লিগ চ্যাম্পিয়ন মোহামেডান সাংগঠনিক ব্যর্থতায় এবার প্রত্যাশিত মানের দল গড়তে পারেনি। মোহামেডানের গুরুত্বপূর্ণ তিন বিদেশি খেলোয়াড় নিয়েছে আবাহনী ও কিংস। আবাহনীর জার্সি গায়ে দিয়েছেন মোহামেডানের অধিনায়ক সুলেমানা দিয়াবাতে। আর কিংসে যোগ দিয়েছেন এমানুয়েল সানডে ও টনি। কিংসের শেখ মোরসালিন এবার খেলছেন আবাহনীতে।
জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া গতবারের মতো এবারও ব্রাদার্স ইউনিয়নে খেলছেন। ব্রাদার্সও গতানুগতি ছোট বাজেটের দল গড়েছে। ফর্টিজ, পুলিশ, রহমতগঞ্জ সার্ক কোটায় কয়েকজন খেলোয়াড় এনেছে। বাফুফের নতুন নিয়মে সার্কের খেলোয়াড়রা বাংলাদেশি হিসেবে খেলতে পারবেন। বড় দলগুলো সার্কের খেলোয়াড় না নিলেও মধ্যম সারির দলগুলো সার্কের খেলোয়াড় নিয়েছে।
বিজ্ঞাপন
এবার দলবদলে বড় অনিশ্চয়তা ছিল ফকিরেরপুল ইয়ংমেন্সকে নিয়ে। ফকিরেরপুল ফিফার নিষেধাজ্ঞায় ছিল। উজবেক ফুটবলারের পারিশ্রমিক পরিশোধ করে নিষেধাজ্ঞা কাটিয়েছে। আজ নির্ধারিত সময়ে দলবদল সম্পন্ন করেছে। ক্লাবটির সেক্রেটারি আহমেদ আলী বলেন, 'আমাদের ক্লাবের সকলের ও ফেডারেশনের সহযোগিতায় দলবদল কাজ শেষ হয়েছে। আমরা তিন জন বিদেশি খেলোয়াড়ও নিয়েছি।'
এজেড/এইচজেএস