লিওনেল মেসির সময়টা ভালো যাচ্ছে না। গত কয়েক মাস ধরেই একের পর এক ইনজুরিতে জর্জরিত আর্জেন্টাইন তারকা। দিন তিনেক আগে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে লস অ্যাঞ্জেলসের বিপক্ষে ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। কিন্তু লিগস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার (২১ আগস্ট) ফের অনুপস্থিত ছিলেন তিনি। আর এতেই শঙ্কা জেগেছে, পুনরায় কি ইনজুরিতে এমএলটেন?

অবশ্য ম্যাচের আগেই সংবাদ সম্মেলনে এই প্রশ্নের জবাব দিয়েছিলেন কোচ হাভিয়ের মাসচেরানো। সেখানে তিনি ধোঁয়াশা রাখলেও মেসি যে ফিট নন, সেটা স্পষ্ট হওয়া গেছে টাইগার্সের বিপক্ষে ম্যাচেই। মূলত ইনজুরি কাটিয়ে লস অ্যাঞ্জেলসের বিপক্ষে খেললেও পুরোপুরি ফিট ছিলেন না মেসি। ৪৫ মিনিটের খেলা শেষে তার মধ্যে অস্বস্তি দেখা যায়। এমনকি মাঠের মধ্যে পায়ের মাংসপেশি চেপে ধরতেও দেখা যায় তাকে।

ম্যাচের আগে মেসির শারীরিক অবস্থা নিয়ে মাসচেরানো বলেছিলেন, ‘হ্যাঁ, দলের সঙ্গে লিও অনুশীলন করেনি। সে আলাদা করেছে। লস অ্যাঞ্জেলসের বিপক্ষে ৪৫ মিনিট খেলার পর সে অস্বস্তি অনুভব করছিল। আমরা তাকে পর্যবেক্ষণ করব। কিন্তু সে ছিটকে যায়নি। কিন্তু এখন বলতে পারছি না, সে খেলবে কি , খেলবে না। সে কেমন অনুভব করছে তার উপর অনেক কিছুই নির্ভর করছে।’

মাসচেরানোর এ বক্তব্যে থেকেই স্পষ্ট, স্বস্তি অনুভব না করাতেই মাঠে নামানো হয়নি মেসিকে। লস অ্যাঞ্জেলস ম্যাচের আগে ইনজুরিতে পড়ে ক্লাবের দুটি ম্যাচ মিস করেছিলেন তিনি। তার আগে ইনজুরির কারণে চলতি বছরই জাতীয় দল ও ক্লাবের আরও চারটি মিস করেছিলেন। আর লিগামেন্ট ইনজুরিতে গত বছর প্রায় দুই মাসে মাঠের বাইরে থেকে ক্লাব ও দেশের হয়ে ১০টি ম্যাচ মিস করেছিলেন।

পুরোপুরি সুস্থ হয়ে মেসি ফের কবে টানা ম্যাচ খেলতে পারবেন, সেটা এখনো স্পষ্ট নয়। তবে ২০২৬ বিশ্বকাপের আগে তার এমন ঘনঘন ইনজুরি দুশ্চিন্তা বাড়াচ্ছে আর্জেন্টাইন সমর্থকদেরও। বিশ্বকাপের আর এক বছরও বাকি নেই। আর তাই ইনজুরিমুক্ত মেসিকেই দেখতে চাইবেন সবাই। তবে এভাবে ইনজুরিতে পড়তে থাকলে মেসিকে বিশ্বকাপে দেখার সম্ভাবনা ক্রমশ কমে আসবে।

এএল