‘ফাঁস’ হওয়া আর্জেন্টিনার একাদশই খেলবে চিলির বিপক্ষে
প্রতীক্ষার অবসান হচ্ছে ঘণ্টা খানেক বাদে। কোপা আমেরিকার এবারের আসরের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সোমবার (১৫ জুন) দিবাগত রাত ৩টায়।
এই ম্যাচের জন্য আনুষ্ঠানিকভাবে জানা গেছে আর্জেন্টিনার একাদশ। আগের দিনের ফাঁস হওয়া একাদশই খেলবে চিলির বিপক্ষে। গোলরক্ষক হিসেবে কাকে খেলাবেন, এই নিয়ে আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্ক্যালোনি কিছুটা দ্বিধায় আছেন বলে শোনা যাচ্ছিল।
বিজ্ঞাপন
শেষ পর্যন্ত অ্যাস্টন ভিলার এমিলিয়ানো মার্টিনেজের ওপরই আস্থা রেখেছেন তিনি। চোটের কারণে অবশ্য এই ম্যাচের একাদশে রাখা হয়নি বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে দারুণ পারফর্ম করা ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোকে।
রক্ষণে দলটির মূল ভরসা অটামেন্ডি। তিনি দলে আসায় আরেক ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজও জায়গা পাচ্ছেন না প্রথম ম্যাচে। মাঝমাঠে পরীক্ষিত তিন সেনানী রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস আর জিওভানি লো সেলসোর ওপরই ভরসা আর্জেন্টাইন কোচের। আর আক্রমণভাগে জায়গা হয়নি আনহেল ডি মারিয়ার, তার জায়গা নিয়েছেন নিকো গঞ্জালেজ। অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে স্ট্রাইকার হিসেবে থাকবেন লাওতারো মার্টিনেজ।
বিজ্ঞাপন
চিলির জন্য এই ম্যাচের আগেই এসেছিল দুঃসংবাদ। চোটের কারণে ছিটকে পড়েছিলেন অ্যালেক্সিস সানচেজ। তবে ক্লদিও ব্রাভো, আর্তুরো ভিদালের মতো অভিজ্ঞদের ওপর ভর করে ভালো কিছুর প্রত্যাশা থাকবে তাদের।
আর্জেন্টিনার একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ; গনজালো মন্তিয়েল, লুকাস মার্টিনেজ কোয়েরতা, নিকলাস অটামেন্ডি, মার্কোস আকুনা; রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো; লিওনেল মেসি, লাওতারো মার্টিনেজ ও নিকোলাস ‘নিকো’ গনজালেজ।
চিলি একাদশ
ক্লাউদিও ব্রাভো, ইয়েরি মিনা, মাউরিসিও ইসলা, গ্যারি মেডেল, গুইলার্মো মারিপান, আরতুরো ভিদাল, এরিক পুলগার, চার্লস আরাঙ্গুইজ, জেন মেনেসেস, এডুয়ার্ডো ভার্গাস ও কার্লোস পালাসিওস।
এমএইচ/ওএফ