বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচেই শুরুতে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। দুই ম্যাচই শেষ পর্যন্ত হয়েছিল ড্র। কোপা আমেরিকায় আলবিসেলেস্তেদের প্রথম ম্যাচেও তেমন কিছু হবে কি না বলা যাচ্ছে না। তবে আপাতত লিওনেল মেসি জাদুতে এগিয়ে বিরতিতে গেছে আর্জেন্টিনা।

মঙ্গলবার (১৫ জুন) রাতের ম্যাচে চিলির বিপক্ষে শুরুর দিকে কিছুটা এলোমেলো খেলে লিওনেল স্ক্যালোনি শিষ্যরা। কিন্তু সময়ের সঙ্গে নিজেদের গুছিয়ে নেয় তারা। ১৮ মিনিটে সহজ সুযোগ পেয়েও গোলরক্ষকের হাতে মারেন গঞ্জালেস।

শেষ পর্যন্ত কাজের কাজটা করতে হয় সেই লিওনেল মেসিকেই। ম্যাচের ৩১ মিনিটে লো সেলসোকে ফাউল করলে চিলির ডি বক্সের বাইরে ফাউল পায় আর্জেন্টিনা। যেমনটা পেয়েছিল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও।

সেবার চিলির গোলরক্ষক ক্লদিও ব্রাভো মেসির ফ্রি কিক ঠেকিয়ে দিয়েছিলেন। তবে পারেননি এবার। গোলপোস্টের কোনা দিয়ে করা মেসির দুর্দান্ত শট জালে জড়ায়। উল্লাসে মাতে আকাশি-সাদারা। 

পরে সহজ সুযোগ মিস করেন মার্টিনেজও। প্রথমার্ধে ৫২ শতাংশ সময় নিজেদের পায়ে বল রেখেছে আর্জেন্টিনা। চিলির গোলমুখে তারা তিনটি শট নিলেও এমিলিয়ানো মার্টিনেজকে পরীক্ষায় ফেলতে পারেননি ভিদালরা।

এমএইচ/ওএফ