অবসর ভেঙে ফেরা ভারতীয় তারকাকে দলে না রাখার কারণ জানালেন কোচ
জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে খালিদ জামিলের। তবে ভারত দলের দায়িত্ব নিয়েই প্রথম সুনীল ছেত্রীকে বাদ দিয়ে বিতর্ক ডেকে এনেছেন এই কোচ। কাফা নেশনস কাপের ২৩ সদস্যের তালিকায় নেই অবসর ভেঙে আবারো ফুটবলে ফেরা ভারতের সাবেক এই অধিনায়কের নাম।
যদিও ভারতের ফুটবল দলের প্রধান কোচ মনে করেন, তার দলে এখনও সুনীলের জায়গা পাওয়ার সুযোগ আছে। তিনি বলেন, 'সুনীলের থেকে ভালো মানের ফুটবলার ভারতে নেই। যদি ও খেলতে চায়, তা হলে কেন নেব না? ওর অভিজ্ঞতা আমাদের সম্পদ। ও ভারতীয় ফুটবলে এক কিংবদন্তি।'
বিজ্ঞাপন
খালিদের কথা থেকে স্পষ্ট, ভারতীয় দলে খেলা, না খেলার বিষয়টি সরাসরি সুনীলের ওপরেই ছেড়ে দিয়েছেন তিনি। খালিদ আরও বলেন, 'যদি সুনীল রাজি থাকে, তা হলে তো কোনও সমস্যাই নেই। আমাদের দেখতে হবে ও রাজি কি না। এত বছর ধরে ও ভারতের হয়ে এত কিছু করেছে। এত গোল করেছে।'
তবে কি সুনীল নিজেই এখন খেলতে চাননি? সে বিষয়ে অবশ্য কিছু জানাননি খালিদ। নেশনস কাপে শুরুতে ৩৫ জন ফুটবলার নিয়ে স্কোয়াড করেছিলেন খালিদ। সেই স্কোয়াডেই সুনীলকে ডাকেননি তিনি। তখন অবশ্য খালিদ জানিয়েছিলেন যে, সুনীলের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন।
বিজ্ঞাপন
ভারতের কোচ হয়েই খালিদ বুঝিয়ে দিয়েছিলেন, আপাতত তার পরিকল্পনায় নেই সুনীল। তরুণ ফুটবলারদের দেখে নেওয়ার জন্যই এই দল বেছে নিয়েছেন তিনি। খালিদের কথায়, 'সুনীল ভারতীয় ফুটবলের কিংবদন্তি। আমি ওর বিরুদ্ধে খেলেছি। বহু বার চোখের সামনে খেলতে দেখেছি। ও আমার পছন্দের একজন ফুটবলার। ভারতীয় ফুটবলে সকলের আদর্শ।'
এইচজেএস