লেস্টারের জয়ের ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন হামজা
ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে গতকাল (শুক্রবার) জয় পেয়েছে হামজা দেওয়ান চৌধুরীর ক্লাব লেস্টার সিটি। বার্মিংহাম সিটিকে ২-০ গোলে হারানোর ম্যাচটিতে অবশ্য পায়ে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় এই বাংলাদেশি তারকাকে। যা নিয়ে ক্লাবটির পক্ষ থেকে কোনো তথ্য মেলেনি। তবে বাংলাদেশ ও লেস্টার ভক্তদের জন্য সম্ভবত স্বস্তিদায়ক হতে পারে হামজার ফেসবুক পোস্ট।
কিং পাওয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের মাত্র ৮ মিনিটেই লিড নেয় লেস্টার। বার্মিংহামের বিপক্ষে গোল করে তাদের এগিয়ে দেন আবদুল ফাতাউ। দ্বিতীয়ার্ধের পর সেখান থেকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিল বার্মিংহাম। প্রায় এগিয়ে যাওয়ার পথেই ছিল তারা, তবে কিয়েগো ফুরুহাশির ভলিতে নেওয়া শট চলে যায় লেস্টারে ক্রসবারের ওপর দিয়ে। ৮৮ মিনিটে রিকার্ডো ফেরেইরা দ্বিতীয় গোল করে লেস্টারের পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
পেরেইরা অবশ্য ৭১ মিনিটে মাঠে নেমেছিলেন হামজার বদলি হয়ে। প্রতিপক্ষ বার্মিংহামের কেশি এন্ডারসনের সঙ্গে সংঘর্ষে পায়ে আঘাত পান হামজা। এর আগেই অবশ্য তিনি ঠিকঠাক তার কাছে থাকা বলের নিয়ন্ত্রণ কেড়ে নেন। এ ছাড়া ম্যাচজুড়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্লিয়ার দেখা গেছে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের কাছ থেকে। প্রতিপক্ষ ফুটবলারকে ট্যাকেল করে ৪৪ মিনিটে হলুদ কার্ডও দেখেন হামজা।
Great way to finish before the break. We’re building but the desire and fight was there for everyone to see.
Posted by Hamza Choudhury on Saturday, August 30, 2025বিজ্ঞাপন
তবে দুশ্চিন্তার কারণ হতে পারত ৬৯ মিনিটে পাওয়া হামজার ইনজুরি। পায়ে আঘাত পেয়ে তাকে কিছুটা খোড়াতে দেখা যায়। পরক্ষণেই তাকে তুলে নেন লেস্টারের কোচ মার্টি সিফুয়েন্টস। হামজার চোট নিয়ে লেস্টার কিংবা ইংলিশ গণমাধ্যম সেভাবে কিছু জানায়নি। তবে হামজার পোস্ট সেই দুশ্চিন্তা কমাতে পারে ভক্তদের।
আরও পড়ুন
বার্মিংহামকে হারানো ম্যাচের কিছু স্থিরচিত্র যুক্ত করে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘বিরতিতে যাওয়ার আগে শেষটা দারুণভাবে হলো। আমাদের পারফরম্যান্সে সৃষ্ট প্রত্যাশা ও লড়াইয়ের মানসিকতা সবাই উপভোগ করেছেন।’ উল্লেখ্য, সেপ্টেম্বরে (৬ ও ৯ তারিখ) ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপালের কাঠমান্ডুতে দু’টি প্রীতি ম্যাচ খেলবে। ম্যাচ দুটির জন্য ঘোষিত স্কোয়াডে আছেন হামজা।
এএইচএস