চ্যাম্পিয়ন্স লিগের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, কবে কার খেলা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৫-২৬ মৌসুমের খেলা শুরু হবে আগামী ১৬ সেপ্টেম্বর। ৩০ মে বুদাপেস্টের হাঙ্গেরিতে হবে সর্বোচ্চ এই ইউরোপীয় প্রতিযোগিতার ফাইনাল। এর আগে ২৮ জানুয়ারি পর্যন্ত লিগপর্ব, ১৭ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি নকআউট, ১০–১৮ মার্চ শেষ ষোলো, ৭–১৫ এপ্রিল কোয়ার্টার ও ২৮ এপ্রিল থেকে ৬ মে’র ভেতর সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।
গত বৃহস্পতিবার ইউসিএল লিগপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে ৩৬টি দলের গ্রুপিং ও প্রতিপক্ষ নির্ধারিত হলেও, পূর্ণাঙ্গ ফিক্সার প্রস্তুত হয়নি। শনিবার রাতে কবে কোন দলের খেলা তা প্রকাশ করেছে উয়েফা। আগামী ১৬ সেপ্টেম্বর ইউসিএল মৌসুমের প্রথম দিনে ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এভাবে প্রথম তিন দিনই মাঠে নামবে ১২টি করে দল। পরবর্তীতে ৩০ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ ডে থেকে ম্যাচ হবে ৯টি করে। লিগপর্বের শেষদিন ২৮ জানুয়ারিতে ১৮ ম্যাচ অর্থাৎ, ৩৬ দলই সেদিন মাঠে নামবে।
বিজ্ঞাপন
২০২৫-২৬ ইউসিএলে লিগপর্বের সময় সূচি
বিজ্ঞাপন
| ম্যাচ ডে-১ | |
| ১৭ সেপ্টেম্বর, ২০২৫ | অলিম্পিয়াকোস বনাম পাফোস স্লাভিয়া প্রাগ বনাম বোডো/গ্লিমট আয়াক্স বনাম ইন্টার মিলান বায়ার্ন মিউনিখ বনাম চেলসি লিভারপুল বনাম অ্যাতলেটিকো মাদ্রিদ পিএসজি বনাম আতালান্তা |
| ১৮ সেপ্টেম্বর, ২০২৫ | ক্লাব ব্রুগ বনাম মোনাকো কোপেনহেগেন বনাম লেভারকুসেন ফ্রাঙ্কফুর্ট বনাম গালাতাসারে ম্যানচেস্টার সিটি বনাম নাপোলি নিউক্যাসল ইউনাইটেড বনাম বার্সেলোনা স্পোর্টিং সিপি বনাম কাইরাত আলমাতি |
| ম্যাচ ডে-২ | |
| ৩০ সেপ্টেম্বর, ২০২৫ | আতালান্তা বনাম ক্লাব ব্রুগ কাইরাত আলমাতি বনাম রিয়াল মাদ্রিদ অ্যাতলেটিকো মাদ্রিদ বনাম ফ্রাঙ্কফুর্ট চেলসি বনাম বেনফিকা ইন্টার মিলান বনাম স্লাভিয়া প্রাগ বোডো/গ্লিমট বনাম টটেনহ্যাম গালাতাসারে বনাম লিভারপুল মার্সেই বনাম আয়াক্স পাফোস বনাম বায়ার্ন মিউনিখ |
| ১ অক্টোবর, ২০২৫ | কারাবাগ বনাম কোপেনহেগেন সেন্ট জিলোয়া বনাম নিউক্যাসল আর্সেনাল বনাম অলিম্পিয়াকোস মোনাকো বনাম ম্যানচেস্টার সিটি লেভারকুসেন বনাম পিএসভি আইন্দহোফেন বরুসিয়া ডর্টমুন্ড বনাম অ্যাথলেটিক ক্লাব বার্সেলোনা বনাম পিএসজি নাপোলি বনাম স্পোর্টিং সিপি ভিয়ারিয়াল বনাম জুভেন্তাস |
| ম্যাচ ডে-৩ | |
| ২১ অক্টোবর, ২০২৫ | বার্সেলোনা বনাম অলিম্পিয়াকোস কাইরাত আলমাতি বনাম পাফোস আর্সেনাল বনাম অ্যাতলেটিকো মাদ্রিদ লেভারকুসেন বনাম পিএসজি কোপেনহেগেন বনাম বরুসিয়া ডর্টমুন্ড নিউক্যাসল বনাম বেনফিকা পিএসভি বনাম নাপোলি সেন্ট-জিলোয়া বনাম ইন্টার মিলান ভিয়ারিয়াল বনাম ম্যানচেস্টার সিটি |
| ২২ অক্টোবর, ২০২৫ | অ্যাথলেটিক ক্লাব বনাম কারাবাগ গালাতাসারে বনাম বোডো/গ্লিমট মোনাকো বনাম টটেনহ্যাম আতালান্তা বনাম স্লাভিয়া প্রাগ চেলসি বনাম আয়াক্স ফ্রাঙ্কফুর্ট বনাম লিভারপুল বায়ার্ন মিউনিখ বনাম ক্লাব ব্রুগ রিয়াল মাদ্রিদ বনাম জুভেন্তাস স্পোর্টিং সিপি বনাম মার্সেই |
আরও পড়ুন
| ম্যাচ ডে-৪ | |
| ৪ নভেম্বর, ২০২৫ | স্লাভিয়া প্রাগ বনাম আর্সেনাল নাপোলি বনাম ফ্রাঙ্কফুর্ট অ্যাতলেটিকো মাদ্রিদ বনাম সেন্ট-জিলোয়া বোডো/গ্লিমট বনাম মোনাকো জুভেন্তাস বনাম স্পোর্টিং সিপি লিভারপুল বনাম রিয়াল মাদ্রিদ অলিম্পিয়াকোস বনাম পিএসভি পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ টটেনহ্যাম বনাম কোপেনহেগেন |
| ৫ নভেম্বর, ২০২৫ | পাফোস বনাম ভিয়ারিয়াল কারাবাগ বনাম চেলসি আয়াক্স বনাম গালাতাসারে ক্লাব ব্রুগ বনাম বার্সেলোনা ইন্টার মিলান বনাম কাইরাত আলমাতি ম্যানচেস্টার সিটি বনাম বরুসিয়া ডর্টমুন্ড নিউক্যাসল বনাম অ্যাথলেটিক ক্লাব মার্সেই বনাম আতালান্তা বেনফিকা বনাম লেভারকুসেন |
| ম্যাচ ডে-৫ | |
| ২৫ নভেম্বর, ২০২৫ | আয়াক্স বনাম বেনফিকা গালাতাসারে বনাম সেন্ট-জিলোয়া বরুসিয়া ডর্টমুন্ড বনাম ভিয়ারিয়াল চেলসি বনাম বার্সেলোনা বোডো/গ্লিমট বনাম জুভেন্তাস ম্যানচেস্টার সিটি বনাম লেভারকুসেন মার্সেই বনাম নিউক্যাসল স্লাভিয়া প্রাগ বনাম অ্যাথলেটিক ক্লাব নাপোলি বনাম কারাবাগ |
| ২৬ নভেম্বর, ২০২৫ | কোপেনহেগেন বনাম কাইরাত আলমাতি পাফোস বনাম মোনাকো আর্সেনাল বনাম বায়ার্ন মিউনিখ আতলেটিকো মাদ্রিদ বনাম ইন্টার মিলান ফ্রাঙ্কফুর্ট বনাম আতালান্তা লিভারপুল বনাম পিএসভি আইন্দহোফেন অলিম্পিয়াকোস বনাম রিয়াল মাদ্রিদ পিএসজি বনাম টটেনহ্যাম স্পোর্টিং সিপি বনাম ক্লাব ব্রুগ |
| ম্যাচ ডে-৬ | |
| ৯ ডিসেম্বর, ২০২৫ | কাইরাত আলমাতি বনাম অলিম্পিয়াকোস বায়ার্ন মিউনিখ বনাম স্পোর্টিং সিপি মোনাকো বনাম গালাতাসারে আতালান্তা বনাম চেলসি বার্সেলোনা বনাম ফ্রাঙ্কফুর্ট ইন্টার মিলান বনাম লিভারপুল পিএসভি বনাম আতলেটিকো মাদ্রিদ সেন্ট-জিলোয়া বনাম মার্সেই টটেনহ্যাম বনাম স্লাভিয়া প্রাগ |
| ১০ ডিসেম্বর, ২০২৫ | কারাবাগ বনাম আয়াক্স ভিয়ারিয়াল বনাম কোপেনহেগেন অ্যাথলেটিক ক্লাব বনাম পিএসজি লেভারকুসেন বনাম নিউক্যাসল বরুসিয়া ডর্টমুন্ড বনাম বোডো/গ্লিমট ক্লাব ব্রুগ বনাম আর্সেনাল জুভেন্তাস বনাম পাফোস রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি বেনফিকা বনাম নাপোলি |
| ম্যাচ ডে-৭ | |
| ২০ জানুয়ারি, ২০২৫ | কাইরাত আলমাতি বনাম ক্লাব ব্রুগ বোডো/গ্লিমট বনাম ম্যানচেস্টার সিটি কোপেনহেগেন বনাম নাপোলি ইন্টার মিলান বনাম আর্সেনাল অলিম্পিয়াকোস বনাম লেভারকুসেন রিয়াল মাদ্রিদ বনাম মোনাকো স্পোর্টিং সিপি বনাম পিএসজি টটেনহ্যাম বনাম বরুসিয়া ডর্টমুন্ড ভিয়ারিয়াল বনাম আয়াক্স |
| ২১ জানুয়ারি, ২০২৫ | গালাতাসারে বনাম অ্যাতলেতিকো মাদ্রিদ কারাবাগ বনাম ফ্রাঙ্কফুর্ট আতালান্তা বনাম অ্যাথলেটিক ক্লাব চেলসি বনাম পাফোস বায়ার্ন মিউনিখ বনাম সেন্ট-জিলোয়া জুভেন্তাস বনাম বেনফিকা নিউক্যাসল বনাম পিএসভি মার্সেই বনাম লিভারপুল স্লাভিয়া প্রাগ বনাম বার্সেলোনা |
| ম্যাচ ডে-৮ | |
| ২৮ জানুয়ারি, ২০২৫ | আয়াক্স বনাম অলিম্পিয়াকোস আর্সেনাল বনাম কাইরাত আলমাতি মোনাকো বনাম জুভেন্তাস অ্যাথলেটিক ক্লাব বনাম স্পোর্টিং সিপি আতলেতিকো মাদ্রিদ বনাম বোডো/গ্লিমট লেভারকুসেন বনাম ভিয়ারিয়াল বরুসিয়া ডর্টমুন্ড বনাম ইন্টার মিলান ক্লাব ব্রুগ বনাম মার্সেই ফ্রাঙ্কফুর্ট বনাম টটেনহ্যাম বার্সেলোনা বনাম কোপেনহেগেন লিভারপুল বনাম কারাবাগ ম্যানচেস্টার সিটি বনাম গালাতাসারে পাফোস বনাম স্লাভিয়া প্রাগ পিএসজি বনাম নিউক্যাসল পিএসভি বনাম বায়ার্ন মিউনিখ সেন্ট-জিলোয়া বনাম আতালান্তা বেনফিকা বনাম রিয়াল মাদ্রিদ নাপোলি বনাম চেলসি |
এএইচএস