সাফ অ-১৭ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা এক ম্যাচ আগেই নিষ্পত্তি হয়েছে। আজ বাংলাদেশ-ভারত শেষ ম্যাচ শুধুই আনুষ্ঠানিকতার। সেই নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশের ফুটবলাররা জ্বলে উঠেছেন। প্রথমার্ধে ভারতের বিপক্ষে ২-১ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।

কিক অফ হওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ গোল পায়। ডান প্রান্ত থেকে মামনি চাকমার ক্রসে বক্সে দুর্দান্ত হেড করেন পূর্ণিমা মারমা। ভারতের গোলরক্ষক লাফিয়েও বল ঠেকাতে পারেননি। বাংলাদেশ গোল উৎসবে মাতে। বয়স বা সিনিয়র পর্যায় মিলিয়ে প্রথম মিনিটে গোল করার ঘটনা বাংলাদেশের একেবারে কদাচিৎ। বাংলাদেশের লিড অবশ্য বেশিক্ষণ টিকেনি। সাত মিনিট পর সমতা আনে ভারত। বাংলাদেশের ডিফেন্ডার ও আগুয়ান গোলরক্ষক মেঘলা রাণীকে পরাস্ত করে আনুশকা কুমারী বল জালে পাঠান। ভারতীয় ফরোয়ার্ডের কৃত্তিত্বের চেয়ে বাংলাদেশের ফুটবলারদের দায় এখানে বেশি।

বাংলাদেশ ৩৬ মিনিটে আবার খেলায় লিড নেয়। সংঘবদ্ধ আক্রমণে পূর্ণিমা মারমা শট নেন। সেটা গোলরক্ষক ও ভারতীয় ডিফেন্ডাররা ক্লিয়ার করতে পারেননি। আরেক ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতির শটও প্রতিহত হয়ে বক্সের  মাঝে এসে পড়ে। সেখানে ফাকা দাড়িয়ে থাকা আলপী আক্তার ঠান্ডা মাথায় প্লেসিং শটে বল জালে পাঠান। আলপীর গোলে বাংলাদেশ লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে। 

বাংলাদেশ গত ম্যাচে ভুটানের বিপক্ষে ড্র করায় এবং ভারত নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ ভুটানকে হারালে এবং আজ ভারতের বিপক্ষে জিতলে তখন দুই দলের সমান ১৫ পয়েন্ট হতো। তখন গোল ব্যবধান ও অন্য হিসাব নিকাশে শিরোপা নির্ধারণ হতো। ভুটানের সঙ্গে ড্র করায় আগেই শিরোপা রেস থেকে ছিটকে গেছে বাংলাদেশ। আজকের ম্যাচটি নিয়মরক্ষার হলেও বাংলাদেশ জিতলে সেটা হবে খানিকটা বদলা নেয়ারও। কারণ ভারত বাংলাদেশকে হারিয়েছিল। 

এজেড/এইচজেএস