লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ঐতিহ্যবাহী লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (৫ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে পূর্ব লন্ডনের স্টেপনী গ্রীন ফুটবল মাঠে বিপুল উৎসব আমেজের মধ্য দিয়ে এই খেলা অনুষ্ঠিত হয়।
ট্রাইব্রেকারে চ্যানেল এস’কে ৪-৩ গোলে হারিয়ে ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড জয়ী হয়েছে। লন্ডনে বসবাসরত সাংবাদিকদের মোট ৬টি দল অংশগ্রহণ করেছিল।
বিজ্ঞাপন
খেলা শেষে উৎসব মুখর পরিবেশে আয়োজন করা হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের। লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদের সঞ্চালনায় এবং সভাপতি মো. জুবায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বিএসএস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন।
এ সময় আনোয়ার আলদীন বলেন, 'ফুটবল আমাদের ঐতিহ্য। ফুটবলের সঙ্গে মিশে আছে আমাদের আবেগ, ভালোবাসা, নিবিড় আবিষ্টতা। কালের পরিক্রমার নানা অভিঘাতে এই জনপ্রিয় খেলাকে অপাংক্তেয় করে দেওয়া হয়েছে। মাতামাতি হচ্ছে ক্রিকেট নিয়ে। বাংলাদেশে তরুণ প্রজন্মের নজর ক্রিকেটের দিকে। ফুটবল ক্রমশ নানা কারণে কৌলিন্য হারাচ্ছে। কিন্তু বাংলাদেশ থেকে প্রায় ১০ হাজার কিলোমিটার দূরে এসে বাংলাদেশের জনপ্রিয় খেলাটি উপভোগ করলাম। এখানে হারিয়ে যাওয়া মোহামেডানকে পেলাম। অন্য দলগুলোকে দেখলাম। আমরা চাইবো আগামীতে এই ফুটবল তার গৌরবময় স্থানে উঠে আসবে।'
বিজ্ঞাপন
টুর্নামেন্টে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বাহার উদ্দিন এবং শাহিদুর রহমান সুহেল। সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন জাকির হোসেন কয়েস। ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন আব্দুস সোবহান।
যুক্তরাজ্যে কর্মরত বাংলা মিডিয়ার সাংবাদিকদের বৃহত্তম সংগঠন লন্ডন বাংলা প্রেসক্লাব প্রতিবছর এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকে। টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হচ্ছে- ওয়ানবাংলা ইউনাইটেড, বাংলা কাগজ, চ্যানেল এস, মোহামেডান এসসি, দেশ-পত্রিকা ইউনাইটেড এবং ইউকে বাংলা লাইভ ইউনাইটেড।
এইচজেএস