২২ দিন পর আবার শুরু লিগ, এখনো নেই স্পন্সর ও লোগো
২৭ সেপ্টেম্বর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম রাউন্ড শেষ হয়েছিল। এরপর জাতীয় ফুটবল দলের অক্টোবর উইন্ডোর জন্য খেলা স্থগিত ছিল। ২২ দিন বিরতির পর আগামীকাল থেকে লিগের দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে।
আগামীকাল মানিকগঞ্জে ফকিরেরপুল রহমতগঞ্জের মুখোমুখি হবে। কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ব্র্রাদার্স ইউনিয়ন আর গাজীপুরে বাংলাদেশের পুলিশের মুখোমুখি ঢাকা মোহামেডান। আগামী পরশু দিন বসুন্ধরা কিংস ফর্টিজের এবং আরামবাগ পিডব্লিউডির মুখোমুখি হবে। এই রাউন্ড শেষে এক মাস পর ২৪ নভেম্বর থেকে তৃতীয় রাউন্ড। কারণ ২৫ অক্টোবর থেকে কুয়েতে কিংসের চ্যালেঞ্জ লিগের মূল পর্ব আবার ১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে হোম ম্যাচ এশিয়ান কাপ বাছাইয়ের।
বিজ্ঞাপন
হামজা-সামিত আসার পর জাতীয় ফুটবল দলে পৃষ্ঠপোষক আসছে অনেক। তবে ঘরোয়া ফুটবল প্রতিযোগিতায় স্পন্সর সংকট রয়েই গেছে। ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগের এখনো কোনো পৃষ্ঠপোষকের নাম বাফুফে ঘোষণা করতে পারেনি। যে কোনো টুর্নামেন্ট বা লিগের একটি লোগো থাকে। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের পরিবর্তে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) নামকরণ করলেও এখনো কোনো লোগো হয়নি।
লোগো ও পৃষ্ঠপোষক ছাড়াই লিগ শুরু হওয়ায় বাফুফের সমালোচনা হয়েছিল। বাফুফে সেই সমালোচনার জবাবে লিগ শুরুর দিন এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানায়, 'প্রথম রাউন্ডে লোগো ও স্পন্সরের নাম প্রদর্শিত না হলেও দ্বিতীয় রাউন্ড থেকে নতুন লোগো ও স্পন্সরের ব্র্যান্ডিংসহ বাংলাদেশ ফুটবল একটি নতুন আঙ্গিকে সকলের সামনে উপস্থাপিত হবে।'
বিজ্ঞাপন
আগামীকাল থেকে লিগের দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে অথচ এখনো বাফুফে তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। ফেডারেশন সূত্রের খবর, একটি প্রতিষ্ঠান লিগ স্পন্সরে সম্মত হলেও তাদের কোন পণ্যের নামে হবে সেটি এখনো চূড়ান্ত করতে পারেনি। ফলে লোগো তৈরিও সম্ভব হয়নি।
এজেড/এইচজেএস