লোপেজের রেকর্ডগড়া হ্যাটট্রিকে বার্সেলোনার গোল উৎসব
গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের সঙ্গে রীতিমতো ছেলেখেলায় মেতেছিল বার্সেলোনা। প্রথমার্ধে জোড়া গোলে এগিয়ে যাওয়ার পর বিরতির পর তারা আরও আগ্রাসী। কাতালানদের জার্সিতে প্রথম কোনো স্প্যানিশ ফুটবলার হিসেবে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন তরুণ ফরোয়ার্ড ফারমিন লোপেজ। যাতে ভর করে হ্যান্সি ফ্লিকের দল অলিম্পিয়াকোসকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গতকাল (মঙ্গলবার) রাতটা ছিল জমজমাট। সূচি যেমন ব্যস্ততায় ঠাসা ছিল, তেমনি বড় বড় ব্যবধানে প্রতিপক্ষকে গুড়িয়ে দিতেও দেখা গেছে। নিজেদের মাঠে অলিম্পিয়াকোসের সঙ্গে বার্সেলোনার লড়াইটা ছিল অনেকটাই একপেশে। অধিকাংশ সময় ফারমিন-রাশফোর্ড-পেদ্রিরা তাদের রক্ষণে জমাটবদ্ধ হয়ে ছিলেন। লোপেজের হ্যাটট্রিক ছাড়াও মার্কাস রাশফোর্ড জোড়া এবং লামিনে ইয়ামাল এক গোল করে নাম তুলেছেন স্কোরবোর্ডে।
বিজ্ঞাপন
পুুরো ম্যাচে ৬৯ শতাংশ বলের দখল রেখে ১৪টি শট নেয় বার্সা, এর মধ্যে লক্ষ্যে ছিল ৯টি। অন্যদিকে, অলিম্পিয়াকোস ৫ শটের মাত্র দুটি লক্ষ্যে রাখতে পারে। এ ছাড়া ৫৭ মিনিটে তাদের জন্য আরও বড় ধাক্কা হয়ে আসে সান্তিয়াগো হেজে’র লাল কার্ড। মার্ক কাসাদোকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ডের মাধ্যমে তাকে মাঠ ছাড়তে হয়। এর আগে অলিম্পিয়াকোসের শুরুর আক্রমণ ব্যর্থ করে ম্যাচের মাত্র সপ্তম মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। ডি বক্সে ঢুকে ইয়ামাল গোলরক্ষককে ফাঁকি দিতে না পারলেও, জায়গা বানিয়ে শট নিয়ে বল জালে জড়ান ফারমিন লোপেজ।
বিজ্ঞাপন
অলিম্পিয়াকোস সেই গোল শোধ করতে মরিয়া ছিল। ২০ মিনিটের মাথায় তাদের নেওয়া শট বার্সার একজনের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়াতে যাচ্ছিল বল। ভয়চেক সিজনিও ভুলে লাফ ঝুঁকে পড়েন অন্যদিকে। তবে বল ক্রসবারে লাগায় এই যাত্রায় রক্ষা পান। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ প্রায় পুরোপুরি নিজেদের দিকে টেনে নেয় স্বাগতিক কাতালানরা। ৩৯ মিনিটে জোড়া গোলে বার্সার লিড বাড়ান লোপেজ। দ্রো ফার্নান্দেজের বাড়ানো বল পেয়ে ২২ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড দুজনের মাঝখান দিয়ে জোরালো শট নেন।
বিরতির পর গ্রিসের ক্লাবটি নতুন করে আক্রমণ শাণাতে থাকে। ৫০ মিনিটে তারা ব্যবধান কমায় এল কাবি’র হেডে দেওয়া গোলে, কিন্তু পরে দেখা যায় বলটি এরিক গার্সিয়ার হাতে লেগেছে। ফলে গোল বাতিল করে অলিম্পিয়াকোসকে দেওয়া হয় পেনাল্টি। স্পট কিকে মরক্কোর ফরোয়ার্ড এল কাবিই ফের সফল লক্ষ্যভেদ করেছেন। ব্যবধান কমানোর মিনিট চারেকের মাথায় আর্জেন্টাইন ডিফেন্ডার সান্তিয়াগো হেজে’র লাল কার্ড গ্রিক জায়ান্টদের জন্য দুঃসংবাদ হয়ে আসে। ১০ জনের এই দলকে বাকি সময়ে আর দাঁড়াতে দেয়নি ব্লুগ্রানারা।
রাশফোর্ডকে বক্সে ফাউল করায় বার্সা পেনাল্টি পেয়ে যায়। ৬৮ মিনিটে সেখান থেকে স্পটকিকে ইয়ামাল স্কোরবোর্ডে নাম তোলেন। বার্সা এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। ৭৪ ও ৭৬ মিনিটে আবারও অলিম্পিয়াকোসের জালে গোল। আলেহান্দ্রো বাল্দের ডি-বক্সে ছোট পাস পেয়ে রাশফোর্ড শটে বল জালে জড়ান। দুই মিনিটের মাথায় হাফ ভলিতে হ্যাটট্রিক পূর্ণ করেন লোপেজ। ৭৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রাশফোর্ড। এই ইংলিশ ফরোয়ার্ড পেদ্রির উঁচু করে বাড়ানো বল একজনকে কাটিয়ে বক্সের বাইরে থেকে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন।
৬-১ ব্যবধানের বড় এই জয়ে ৩ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে অবস্থান করছে বার্সেলোনা। ৩ ম্যাচে কোনো জয় না পাওয়া (এক ড্র) অলিম্পিয়াকোসের অবস্থান ৩২তম।
এএইচএস