গত জুলাইয়ে ঋতুপর্ণা-আফিদাদের নারী এশিয়ান কাপ খেলা নিশ্চিত হয়। এরপর আজই আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন তারা। থাইল্যান্ডের ব্যাংককে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ০-১ গোলে পিছিয়ে রয়েছে। 

থাইল্যান্ডের ব্যাংককে আজ প্রথম ম্যাচটি ফিফা স্বীকৃতি হলেও বাফুফে ও থাই ফুটবল এসোসিয়েশন ম্যাচটি ক্লোজড ডোর আয়োজন করছে। ফলে সরাসরি লাইভ সম্প্রচার হচ্ছে না এই ম্যাচ। এতে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা খেলা দেখার সুযোগ পাচ্ছেন না। বাফুফে মিডিয়া বিভাগ তথ্য সরবারহ করেছে, প্রথমার্ধে থাইল্যান্ড এক গোলে এগিয়ে রয়েছে। গোলদাতার নামও দেয়নি। 

আগামী বছর ১ মার্চ অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ শুরু হবে। ঐ টুর্নামেন্টের প্রস্তুতির জন্য বাফুফে নারী দলকে থাইল্যান্ড সফরে পাঠিয়েছে। এই সফরে বাংলাদেশ দু'টি প্রীতি ম্যাচ খেলবে। দুই দলের মধ্যকার দ্বিতীয় প্রীতি ম্যাচ ২৭ অক্টোবর। ঐ ম্যাচটি অবশ্য লাইভ সম্প্রচার করবে থাই ফুটবল এসোসিয়েশন। 

থাইল্যান্ড নারী এশিয়া কাপে নিয়মিত দল। এবার ভারতের বিপক্ষে হেরে এশিয়া কাপে খেলতে পারছে না। ফিফার র‌্যাংকিংয়ে তাদের অবস্থান ৫৩। সেখানে বাংলাদেশের র‌্যাংকিং ১০৪।

আজকের একাদশ : রুপ্না চাকমা (গোলরক্ষক), শিউলি আজিম, শামসুন্নাহার, আফিদা খন্দকার, কোহাতি কিসকু, মনিকা চাকমা, তহুরা খাতুন, মারিয়া মান্দা,মুনকি আক্তার, ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার।

এজেড/এফআই