মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে আগামীকাল (রোববার) দুই স্প্যানিশ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মুখোমুখি হবে। তার আগে যথারীতি কথার লড়াই শুরু করেছেন ফুটবলাররা। রোমাঞ্চকর এই লড়াইয়ে কাতালান শিবিরের প্রধান কেন্দ্রে থাকবেন লামিনে ইয়ামাল। প্রতিপক্ষকে ক্ষেপাতে তিনিই আগ বাড়িয়ে বললেন, ‘রিয়াল সব সময়ই চুরি আর অভিযোগ করতে অভ্যস্ত।’

সান্তিয়াগো বার্নাব্যুতে কাল বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় মুখোমুখি হবে রিয়াল-বার্সা। এই ম্যাচে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সাকে আত্মবিশ্বাস যোগাবে গত মৌসুমের চার এল ক্লাসিকোতেই দাপুটে জয়। যদিও প্রতিপক্ষের মাঠে নামার আগে তাদের দুশ্চিন্তার মাত্রা বাড়িয়েছে বেশ কয়েকজন ফুটবলারের ইনজুরি। যদিও ইয়ামালের মতে, বার্নাব্যুতে রিয়ালের দর্শকরা তাদের কাজটা কঠিন করতে পারবে না। অন্যদিকে, রিয়ালের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের প্রশংসা করেছেন বার্সার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্দ আরাউহো।

মুভিস্টার প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাউহো বলেন, ‘ভিনিসিয়ুস একজন দর্শনীয় খেলোয়াড়। যখনই আমরা পরস্পর মুখোমুখি হয়েছি তিনি সবসময়ই পেশাদার ছিলেন, নিজের সেরাটা দিতেই অভ্যস্ত। দুই দলের লড়াইয়ে দলের পক্ষে সর্বোচ্চটা দিয়ে খেলে। আমি ভিনিসিয়ুসের মতো খেলোয়াড় পছন্দ করি, যারা সাহসী এবং দ্বৈরথ জমিয়ে তোলে। মাঠের বাইরে কী করে সেটি আমার দেখার বিষয় নয়, আমার কাছে পিচের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ।’

রিয়ালের সর্বশেষ ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে গেতাফের ডিফেন্ডার হুয়ান ইগলাসিয়াসকে তর্কের একপর্যায়ে চড় মেরে বসেন ভিনিসিয়ুস। ম্যাচটিতে দারুণ এক গোলও পেতে পারতেন তিনি, কিন্তু তার শট পোস্টে লেগে ফেরার পর এক স্পর্শে সেটিকে গোলে পরিণত করেন জুড বেলিংহ্যাম। তবে ভিনি ম্যাচশেষে আলোচিত তার চড়কাণ্ডের জন্য। এর আগে ইগলাসিয়াস তাকে ফাউল করেছিলেন। তবে প্রতিপক্ষের দিকেই আঙুল তুলেছেন রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া। তার মতে, শুরু থেকেই ভিনিসিয়ুসের পেছনে লেগেছিল গেতাফে ফুটবলাররা। সেলেসাও তারকা যার উপযুক্ত জবাব দিয়েছেন।

এদিকে, কিংস লিগের (স্পেনের একটি প্রীতি ও বিনোদনমুখী ফুটবল লিগ, যা প্রচলিত পেশাদার লিগের চেয়ে কিছুটা আলাদা নিয়মে খেলা হয়) একটি অনুষ্ঠানে লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচে এল ক্লাসিকো নিয়ে কথা বলেছেন ইয়ামাল। ওই সময় তার কাছে কিংস লিগের দল ‘পোরকিয়নস’ রিয়াল মাদ্রিদের মতো কি না জানতে চাওয়া হয়। জবাবে ১৮ বছর বয়সী এই স্প্যানিশ ফরোয়ার্ড বলেন, ‘হ্যাঁ (রিয়ালও একই রকম), তারা চুরি করে আর অভিযোগ করে। এটাই তারা করে।’

বার্সেলোনা মৌসুমের প্রথম এল ক্লাসিকো খেলতে প্রতিপক্ষের দুর্গ বার্নাব্যুতে যাবে। সেখানে খেলা কঠিন কি না এমন প্রশ্নে ইয়ামালের জবাব, ‘বার্সার জন্য বার্নাব্যু কঠিন নয়। যখন আমি শেষবার সেখানে খেলেছি, গোল করেছি এবং আমরা ৪–০ গোলে জিতেছিলাম। আমি ইতিমধ্যেই (সেখানে গোল) করেছি, তুমি কি ভুলে গেছ?’

এএইচএস