লিড নিয়েও রক্ষণের ভুলে ওমানের ক্লাবকে হারাতে পারল না কিংস
এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের। আজ কুয়েতে অনুষ্ঠিত গ্রুপের প্রথম ম্যাচে ওমানের ক্লাব আল সীবের বিপক্ষে ২-৩ গোলে হেরেছেন তপু বর্মণরা।
জাতীয় ফুটবল দলের র্যাংকিংয়ে ওমান বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। ফুটবল-কাঠামো নানা সূচকে ওমান এগিয়ে থাকলেও বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস ভালোই লড়ছিল ওমানের ক্লাবের বিপক্ষে। দ্বিতীয়ার্ধে ফরোয়ার্ড রাকিব হোসেনের দুর্দান্ত গোলে লিডও পেয়েছিল। পরবর্তীতে রক্ষণের ভুলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় কিংসকে।
বিজ্ঞাপন
কিংস ও আল সীবের ম্যাচটি বেশ উপভোগ্য ছিল। ম্যাচের সাত মিনিটে আল রাওয়ানির গোলে লিড নেয় আল সীব। কিংসের ডিফেন্সে ভুল ছিল এই গোলের পেছনে। ম্যাচে সমতা আনতে কিংসকে অপেক্ষা করতে হয় ৪২ মিনিট পর্যন্ত। সংঘবদ্ধ এক আক্রমণে বক্সের মধ্যে কিংসের ব্রাজিলিয়ান রাফায়েল আগাস্তো বল পান। ওমানের ক্লাবের ফুটবলাররা অফ সাইড দাবি করেছিলেন। ব্রাজিলিয়ান রাফায়েল ঠান্ডা মাথায় বল জালে পাঠান। প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হয়।
দ্বিতীয়ার্ধে ফরোয়ার্ড রাকিব হোসেন দারুণ এক গোল করেন। বক্সের বাইরে থেকে সীবের দুই ডিফেন্ডারদের মাঝ থেকে কোনাকুনি শট নেন। গোলরক্ষক ঝাপিয়ে বল বাচাতে পারেননি। রাকিবের গোলে বসুন্ধরা কিংস জয়ের স্বপ্ন দেখা শুরু করে। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। সাত মিনিট পরই রক্ষণের ভুলে ওমানের ক্লাব ম্যাচে সমতা আনে। বা প্রান্তে ডিফেন্ডার তাজ উদ্দিন প্রতিপক্ষের ফরোয়ার্ডকে ঠিক মতো মার্ক করতে পারেননি। অনেক সময় নিয়ে বল বক্সের মধ্যে নিয়ন্ত্রণ করে শট নেন। গোলরক্ষক মেহদী হাসান শ্রাবণ ছিলেন নিরুপায়।
বিজ্ঞাপন
৭৭ মিনিটে আবারো ডিফেন্সের ভুল। ডান প্রান্ত থেকে সীবের ফুটবলারের ক্রস। তাকে ঠিক মতো বাধা দিতে পারেননি সাদ উদ্দিন। কিংসের ডিফেন্ডাররা উড়ন্ত বল ক্লিয়ার করতে পারনেনি। আল মাকবালি বক্সের মধ্যে বল রিসিভ করে জালে পাঠিয়ে সীবের জয় নিশ্চিত করেন।
এজেড/এইচজেএস