জাতীয় চ্যাম্পিয়নশিপ : টাইব্রেকারে কোয়ার্টার ফাইনালে বাগেরহাট-চট্টগ্রাম
জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ রাউন্ড অফ সিক্সটিনের খেলা হয়েছে। নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত খেলায় আজ চট্টগ্রাম, যশোর, বাগেরহাট ও নরসিংদী স্ব স্ব ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন। গত সপ্তাহে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল কুমিল্লা, সিরাজগঞ্জ, বগুড়া ও দিনাজপুর।
আজ অনুষ্ঠিত চার ম্যাচের দু’টি নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে চট্টগ্রাম ও ফেনীর মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র ছিল। টাইব্রেকারে চট্টগ্রাম ৪-১ গোলে জয়লাভ করে। বরিশালের কবি জীবনান্দ দাশ স্টেডিয়ামে বাগেরহাট ও সাতক্ষীরার ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য সমতা ছিল। টাইব্রেকারে বাগেরহাট ৬-৫ গোলে জেতে। সিলেট জেলা স্টেডিয়ামে নরসিংদী ২-০ গোলে মৌলভীবাজারকে, মাগুরা জেলা স্টেডিয়ামে যশোর ১-০ গোলে খুলনাকে পরাজিত করে।
বিজ্ঞাপন
জাতীয় চ্যাম্পিয়নশিপের প্রথম পর্ব হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে হয়েছিল। দ্বিতীয় রাউন্ডেও একই পদ্ধতি হয়েছে। রাউন্ড অফ সিক্সটিনে নিরপেক্ষ ভেন্যুতে নক আউট পদ্ধতিতে হচ্ছে। নভেম্বরের শেষ সপ্তাহে জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে এএফসি সভাপতি শেখ সালমানকে প্রধান অতিথি রাখার পরিকল্পনা রয়েছে ফেডারেশনের।
বাফুফের কয়েকজন কর্মকর্তা শুধু গণমাধ্যমে নানা বুলি আওড়ান। তাদেরকে প্রিমিয়ার লিগ,জেলা পর্যায়ের ফুটবল ম্যাচে স্টেডিয়ামে দেখা যায় না। নির্বাহী কমিটির মধ্যে সাখওয়াত হোসেন ভূইয়া শাহীন, জাকির হোসেন চৌধুরি বাফুফের বিভিন্ন পর্যায়ের টুর্নামেন্ট খেলা দেখেন।
বিজ্ঞাপন
এজেড/এইচজেএস