ফিফা অনূর্ধ্ব-১৭
বিশ্বকাপ থেকে ছিটকে গেল আর্জেন্টিনা
ফুটবলের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতারে বিশ্বকাপ জয়ের পর থেকেই মাঠে সময়টা দারুণ কাটছে আলবিসিলেস্তেদের। মেসিদের শিরোপাখরা কাটানো সেই কাতারেই আরেকটি বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট শুরু করেছিল আর্জেন্টিনা যুব দল।
মেক্সিকোর কাছে টাইব্রেকারে হেরে অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ থেকে ছিটকে গেছে মেসিদের উত্তরসূরীরা। নকআউট পর্বেই শেষ হলো আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা। নির্ধারিত সময়ের খেলায় মেক্সিকোর সঙ্গে ২-২ গোলের ড্রয়ের পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো যুবা আর্জেন্টাইনদের।
বিজ্ঞাপন
উত্তেজনাপূর্ণ ম্যাচে শুরুতেই এগিয়ে গিয়েছিল দিয়েগো প্লাসেন্তের আর্জেন্টিনা। রামিরো তুলিয়ান গোল করে আর্জেন্টিনাকে ভালো শুরুর স্বপ্ন দেখালেও পরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মেক্সিকো। লুইস গাম্বোয়া জোড়া গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
শেষ দিকে আর্জেন্টিনাকে সমতায় ফেরেন ফার্নান্দো ক্লোস্টার। নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে শেষ হাসি হাসে মেক্সিকো। রাউন্ড অব সিক্সটিনে পর্তুগালের মুখোমুখি হবে তারা।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, চলমান অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দারুণ শুরু করেছিল আর্জেন্টিনা। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে জয় তুলে নেয় তারা। বেলজিয়ামের বিপক্ষে ৩-২, তিউনিশিয়ার বিরুদ্ধে ১-০ এবং ফিজিকে ৭-০ ব্যবধানে উড়িতে নকআউটে পর্বে পা রাখে তারা। তবে সেখানেই হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনার যুবাদের।
এফআই