নেইমার/ফাইল ছবি

ব্রাজিল মাঠে নামছে, অথচ জিততে পারেনি; এমন দৃশ্য শেষ কিছু দিনে বেশ বিরলই বটে। কিন্তু সে দলটাই কিনা জিততে পারেনি কলম্বিয়ার বিপক্ষে শেষ দুই ম্যাচে! সে কথা মাথায় রেখেই হয়তো, কোচ তিতে নিজেদের তৃতীয় ম্যাচে বড় পরিবর্তন আনতে যাচ্ছেন দলে। 

শিরোপাধারী ব্রাজিল কোপা আমেরিকায় এখন পর্যন্ত দুটো ম্যাচ খেলেছে। প্রথম খেলায় পেরুকে হারিয়েছে ৩-০ গোলে। পরের ম্যাচে ভেনেজুয়েলাকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। 

প্রথম থেকে দ্বিতীয় ম্যাচের শুরুর একাদশে ছিল বড় পরিবর্তন। প্রথম দিনের একাদশে থাকা কেবল পাঁচ জনই ছিলেন পরের ম্যাচের একাদশে। নেইমার, গ্যাব্রিয়েল জেসুস, ফ্রেড, দানিলো, এডার মিলিতাও ছাড়া দ্বিতীয় ম্যাচে বদলে গিয়েছিল সবকটি মুখ। পারফর্ম্যান্স অবশ্য পড়ে যায়নি দলটির। দুই ম্যাচেই পেয়েছে বড় জয়।

সে ধারা চলতে পারে তৃতীয় ম্যাচেও। আভাস এল কোচ তিতের কাছ থেকে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘আমরা আমাদের খেলাটা খেলে যাব। হ্যাঁ, কিছু পরিবর্তন থাকবেই। তবে আমরা যা নিয়ে সবসময় ভাবনায় থাকি, সেই পারফর্ম্যান্সে একটুও ঢিল পড়তে দেব না আমরা।’

প্রতিপক্ষ যখন কলম্বিয়া, শেষ দুই ম্যাচের জয়শূন্যতা তখন অবধারিতভাবেই উঠে এল সংবাদ সম্মেলনে। ২০১৭ সালে এই কলম্বিয়ার বিপক্ষেই প্রীতি ম্যাচে জয় পায়নি তিতের ব্রাজিল, ড্র করেছিল ১-১ গোলে। দুই বছর পর আবারও সেই কলম্বিয়ার কাছে থামে ব্রাজিলের জয়রথ, সে ম্যাচটা শেষ হয় ২-২ গোলে।

সেই কলম্বিয়ার বিপক্ষে আরও একটা ম্যাচে আগামীকাল বৃহস্পতিবার সকালে মাঠে নামবে ব্রাজিল। তার আগে কোচ তিতের যথেষ্ট সমীহই পেল কলম্বিয়া। বললেন, ‘তাদের বিপক্ষে আমাদের লড়াইটা কঠিনই হয়। সাম্প্রতিক ম্যাচগুলো খেয়াল করলে দেখবেন তারা যথেষ্ট শক্তিশালী দল। এটা খেলোয়াড়দেরও বলেছি আমি।’

আগামীকাল বৃহস্পতিবার সকালে ব্রাজিল মুখোমুখি হবে কলম্বিয়ার। রিও ডি জেনিরোর নিল্টন সান্তোস স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সকাল ছয়টায়।

এনইউ