ইউরোর শেষ ষোলোয় কারা উঠল, কবে খেলা
বুধবার রাতে শেষ হয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের লড়াই। জমজমাট গ্রুপ পর্বের ম্যাচের পর এবার অপেক্ষা শেষ ষোলোর ম্যাচের। শনিবার (২৬ জুন) রাতে শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই। দেখা নেওয়া যাক কোন ১৬টি দল খেলবে নক আউট পর্বে, কবে, কাদের ম্যাচ....
ইউরো ২০২০-র শেষ ষোলোর সূচি
বিজ্ঞাপন
১. ওয়েলস বনাম ডেনমার্ক- ২৬ জুন (বাংলাদেশ সময় রাত ১০টা)
২. ইতালি বনাম অস্ট্রিয়া- ২৭ জুন (বাংলাদেশ সময় রাত ১টা)
বিজ্ঞাপন
৩. নেদারল্যান্ডস বনাম চেক প্রজাতন্ত্র- ২৭ জুন (বাংলাদেশ সময় রাত ১০টা)
৪. বেলজিয়াম বনাম পর্তুগাল- ২৮ জুন (বাংলাদেশ সময় রাত ১টা)
৫. ক্রোয়েশিয়া বনাম স্পেন- ২৮ জুন (বাংলাদেশ সময় রাত ১০টা)
৬. ফ্রান্স বনাম সুইজারল্যান্ড- ২৯ জুন (বাংলাদেশ সময় রাত ১টা)
৭. ইংল্যান্ড বনাম জার্মানি - ২৯ জুন (বাংলাদেশ সময় রাত ১০টা)
৮. সুইডেন বনাম ইউক্রেন- ৩০ জুন (বাংলাদেশ সময় রাত ১টা)