ফের নারী ফুটবল লিগে মাঠে আসেনি দল
বাংলাদেশ নারী ফুটবল লিগের মান নিয়ে প্রশ্ন থাকে সব সময়। মান কম থাকলেও অংশগ্রহণকারী দলগুলো নিয়ম অনুসারে প্রতিটি ম্যাচই অংশগ্রহণ করত। এবার দ্বিতীয় লেগে ইতোমধ্যে দুইটি ম্যাচ দল না আসার ঘটনা ঘটল। দুইবার কাচিঝুলি স্পোর্টিং ক্লাব। ২০ জুন নাসরিন স্পোর্টিং ক্লাবের বিপক্ষে করোনা রিপোর্ট জমা দিতে না পারায় খেলতে পারেনি কাচিঝুলি। আজও একই কারণে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ম্যাচটি হয়নি। কাচিঝুলির টানা দুইটি ম্যাচ এভাবে পরিত্যক্ত হলো।
আগের ম্যাচে নাসরিন স্পোর্টিংকে ৩-০ গোলে জয়ী করা হয়েছে। আজ বসুন্ধরা কিংসের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হবে। আগের ম্যাচ পার হওয়ার চার দিন পরেও বাফুফে ডিসিপ্লিনারি কমিটি কোনো অ্যাকশন নেয়নি। ডিসিপ্লিানির অ্যাকশন সম্পর্কে বাফুফের মহিলা উইংয়ের চেয়রাম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘বাফুফের সংশ্লিষ্ট বিভাগকে আমি খুব জরুরি ভিত্তিতে ডিসিপ্লিনারি কমিটির কাছে বিষয়গুলো দিতে বলেছি। এই বিষয়ে ডিসিপ্লিনারি কমিটি খুব দ্রুতই সিদ্ধান্ত নেবে ’।
বিজ্ঞাপন
পুরুষ ফুটবলে সাধারণত কোনো দল না খেললে বা খেলা থেকে চলে গেলে পরের স্তরে নামিয়ে দেয়া হয়। নারী ফুটবলে একটাই লিগ হওয়ায় এ রকম কোনো নিয়ম নেই। আবার নারী ফুটবলে প্রতিষ্ঠিত ক্লাবগুলো আসে না। এ রকম আনকোড়া ও নতুন ক্লাবগুলো আসলেও পেশাদারিত্ব বজায় রাখতে পারছে না।
এজেড/এটি
বিজ্ঞাপন