২০২৬ বিশ্বকাপে ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে-কখন
প্রথমবার ৪৮টি দেশ ১০৪ ম্যাচে লড়বে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মুকুট পাওয়ার লক্ষ্যে। ২০২৬ সালের ১১ জুন শুরু হয়ে যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া বিশ্বকাপ নিয়ে মানুষের উন্মাদনার শুরুটা আরও আগেই হয়েছে। দুই লাতিন জায়ান্ট আর্জেন্টিনা ও ব্রাজিল নিয়ে সেই রোমাঞ্চ থাকে সারা বছরই। বিশ্বকাপের মঞ্চ সেটিকে আরও নতুন উচ্চতায় নিয়ে যায়। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ কবে-কখন-কার সঙ্গে লড়বে সেই সূচি চূড়ান্ত হয়েছে।
গত শুক্রবার ২০২৬ বিশ্বকাপের গ্রুপিং ড্র অনুষ্ঠিত হয়েছিল। গতকাল (শনিবার) ঘোষণা করা হয়েছে পুরো টুর্নামেন্টের সূচি। ২০২২ কাতার বিশ্বকাপ দিয়ে সর্বোচ্চ এই ট্রফির খরা কাটানো আর্জেন্টিনা পড়েছে ‘জে’ গ্রুপে। যেখানে লিওনেল মেসিদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। র্যাঙ্কিং ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় লিওনেল স্কালোনির দল এই গ্রুপে ফেভারিট হিসেবেই যাত্রা শুরু করবে। তাদের প্রথম ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে ১৭ জুন।
বিজ্ঞাপন
আর্জেন্টিনা-আলজেরিয়ার ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে। বাকি দুটি ম্যাচ একই ভেন্যুতে (ডালাস স্টেডিয়াম) খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ২২ জুন অস্ট্রিয়া এবং ২৮ জুন জর্ডানের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। বিশ্বজুড়ে দলটির ফুটবলে মুগ্ধ ভক্তদের একটি অংশ তো সরাসরি মাঠে বসে খেলা দেখবে। এর বাইরে অসংখ্য মানুষ নজর রাখবেন স্ক্রিনের সামনে। বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তদের খেলা দেখতে সময়সূচি নিয়ে খুব বেগ পেতে হবে না। আলজেরিয়া ও জর্ডানের বিপক্ষে ম্যাচ দুটি সকালে এবং অস্ট্রিয়ার বিপক্ষে তারা খেলবে রাত ১১টায়।
বিশ্বকাপের গ্রুপপর্বে আর্জেন্টিনার ম্যাচ সূচি
গ্রুপ জে : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান
বিজ্ঞাপন
| তারিখ | ম্যাচ | ভেন্যু ও সময় |
| ১৭ জুন | আর্জেন্টিনা বনাম আলজেরিয়া | কানসাস সিটি স্টেডিয়াম (সকাল ৭টা) |
| ২২ জুন | আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া | ডালাস স্টেডিয়াম (রাত ১১টা) |
| ২৮ জুন | জর্ডান বনাম আর্জেন্টিনা | ডালাস স্টেডিয়াম (সকাল ৮টা) |
ব্রাজিল অবশ্য গ্রুপপর্বে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মতো সেভাবে স্বস্তিতে থাকতে পারছে না। কারণ ‘সি’ গ্রুপে তাদের সামলাতে হবে মরক্কোর মতো দুর্দান্ত ফর্মে থাকা দলটির চ্যালেঞ্জ। ২০২২ বিশ্বকাপে তারা ছিল সবচেয়ে বড় চমকের নাম। আশরাফ হাকিমি-ব্রাহিম দিয়াজরাই আফ্রিকার প্রথম দেশ হিসেবে মেগা ইভেন্টটির সেমিফাইনালে খেলেছে। এ ছাড়া স্কটল্যান্ড এবং হাইতিও বড় পরীক্ষায় ফেলতে পারে কার্লো আনচেলত্তির দলকে। তবে বিশ্বচ্যাম্পিয়ন হতে গেলে যেকোনো প্রতিযোগী দেশকে বড় ও বিপজ্জনক প্রতিপক্ষের বাধা তো ডিঙাতেই হবে।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের আসন্ন আসরের যাত্রা শুরু হবে ১৪ জুন। নিউইয়র্কের নিউজার্সি স্টেডিয়ামে প্রথম ম্যাচেই সেলেসাওরা মরক্কোর বিপক্ষে লড়বে। এরপর ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ২০ জুন হাইতি এবং ২৫ জুন মায়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ডের মোকাবিলা করবে রাফিনিয়া-ভিনিসিয়ুসরা। মরক্কো ও স্কটিশদের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ বাংলাদেশ সময় ভোর ৪টায়। ফলে এখানকার ভক্তদের সেই প্রস্তুতি নিয়েই ঘুমের সূচি ঠিক করতে হবে। তবে ব্রাজিল-হাইতির সূচি নিয়ে বেগ পেতে হচ্ছে না তাদের, ম্যাচটি হবে সকাল ৭টায়।
২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্বে ব্রাজিলের ম্যাচ সূচি
সি গ্রুপ : ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
| তারিখ | ম্যাচ | ভেন্যু ও সময় |
| ১৪ জুন | ব্রাজিল বনাম মরক্কো | নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়াম (ভোর ৪টা) |
| ২০ জুন | ব্রাজিল বনাম হাইতি | ফিলাডেলফিয়া স্টেডিয়াম (সকাল ৭টা) |
| ২৫ জুন | স্কটল্যান্ড বনাম ব্রাজিল | মায়ামি স্টেডিয়াম (ভোর ৪টা) |
এএইচএস