কাফু-ক্যানিজিয়া আসছেন না, শর্ত ভঙ্গ-অব্যবস্থাপনায় ভেন্যুর বরাদ্দ স্থগিত
মো. আসাদুজ্জামানকে পেশাদার বক্সিং সংগঠক হিসেবেই চেনে ক্রীড়াঙ্গন। আকস্মিকভাবে তিনি ফুটবল সংগঠকে পরিণত হতে চান। ঢাকায় ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কাফুকে আনার ঘোষণা দিয়ে চমক সৃষ্টি করেন। কয়েক দিন পর জানান আর্জেন্টিনার তারকা ক্যানিজিয়াও আসবেন। শুরু থেকেই গণমাধ্যমের শঙ্কা ছিল কাফু, ক্যানিজিয়ার আগমন নিয়ে। সেটাই সত্যি হতে যাচ্ছে, দুই সাবেক তারকার কাউকেই আনতে পারছেন না এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান।
সংবাদ সম্মেলনের দিন সাংবাদিকরা বারবার কাফুর বিষয়টি নিশ্চিত হতে প্রশ্ন করেছিলেন, ততবারই তিনি দৃঢ় কণ্ঠে নিশ্চতয়তা দিয়েছিলেন। গতকাল অসহায়ত্ব প্রকাশ করে বলেন, আর্থিক কারণে আনা সম্ভব হচ্ছে না। কাফু, ক্যানিজিয়ার আগমন উপলক্ষে নৈশভোজের ও খেলার টিকিটের দাম চড়া রেখেছিলেন আয়োজকরা। ফুটবলাঙ্গনের ধারণা, বাংলাদেশের ফুটবলে উন্মাদনা কাজে লাগিয়ে আয়োজকরা আড়ালে বাণিজ্যের চেষ্টাই করেছিলেন।
বিজ্ঞাপন
ব্রাজিল, আর্জেন্টিনা ও বাংলাদেশের একটি করে দল নিয়ে ত্রিদেশীয় সিরিজ করছে লাতিন বাংলা। সংবাদ সম্মেলন থেকে শুরু করে সব কিছুতেই ছিল অব্যবস্থাপনা। গতকাল আর্জেন্টিনার এক ক্লাবের সঙ্গে বাংলাদেশের রাইজিং স্টারের ম্যাচ সকল কিছুকে ছাপিয়ে গেছে। ম্যাচ শেষের পর এক সাংবাদিক আয়োজকদের নিয়োজিত নিরাপত্তাকর্মীর হামলার শিকার হন। গত এক যুগে বাংলাদেশের কোনো সাংবাদিক এভাবে স্টেডিয়ামে কোনো ম্যাচে বা খেলায় এরকম ন্যক্কারজনক ঘটনার শিকার হননি। গতকালের ঘটনায় উপস্থিত সকল সাংবাদিক তাৎক্ষণিক তীব্র প্রতিবাদ-নিন্দা এবং সুষ্ঠ বিচারের দাবি জানান।
জাতীয় ক্রীড়া পরিষদ সামগ্রিক ঘটনা অবগত হয়ে আজ সকালে ১১ ডিসেম্বরের ম্যাচ আয়োজনের ভেন্যু বরাদ্দ স্থগিত করেছে। ভেন্যু স্থগিতের কারণ হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদ দুটি শর্ত ভঙ্গের পাশাপাশি সামগ্রিক ব্যবস্থাপনার অতি নাজুক পরিস্থিতি এবং সাংবাদিক লাঞ্চিতের ঘটনা স্পষ্টভাবে উল্লেখ করেছে। গত দুই ম্যাচের ম্যাচের টিকিট বিক্রির অর্থ, স্পন্সর ও প্রচারস্বত্ত্বের পূর্ণাঙ্গ হিসাব বিবরণীসহ তদসংশ্লিষ্ট ৫০ শতাংশ অর্থ আজ বিকেল চারটার মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের অনুকূলে দিতে বলা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (ক্রীড়া) রুহুল আমিন এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান বরাবর এই চিঠি দিয়েছেন।
বিজ্ঞাপন
ব্রাজিল-আর্জেন্টিনার নিচের স্তরের এক ক্লাবের নামে গঠিত দল হলেও অনলাইন স্ক্রিনে ব্রাজিল-আর্জেন্টিনার নাম এবং লোগো প্রদর্শন করেছে। এই অপেশাদার খেলায় লাইভ স্ট্রিমিংয়ে লাখের ওপর ভিউয়ার ছিল। এতে ফুটবলাঙ্গনের অনেকের সন্দেহ, এই অপেশাদার খেলায় এত ভিউ এবং জনপ্রিয় দুই দেশের নাম ও লোগো ব্যবহার অনলাইন বেটিংয়ের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে।
দেশের ক্রীড়াঙ্গনের প্রধান ভেন্যু জাতীয় স্টেডিয়াম। সেখানে অপেশাদার দল এবং আনকোড়া প্রতিষ্ঠানের ভেন্যু বরাদ্দ প্রাপ্তি নিয়েও প্রশ্ন উঠেছে জোরেশোরে। জাতীয় স্টেডিয়ামে যেখানে দেশের ঐতিহ্যবাহী দল মোহামেডান ভেন্যু চেয়ে পায় না, এশিয়ান আরচ্যারির মতো প্রতিযোগিতা টুর্নামেন্টের মাঝপথে সরে যেতে হয়। সেখানে বাফুফে এই সিরিজ আয়োজনে সায় দেওয়ায় এবং একটি বয়স ভিত্তিক দল গঠন করায় নিজেরাও প্রশ্নের মধ্যে পড়েছে।
এজেড/এফএইচএম