‘সবচেয়ে উঁচু ভাস্কর্য’ উন্মোচন ছাড়াও ভারত সফরে যা করবেন মেসি
লিওনেল মেসিকে বরণ করে নিতে গত কয়েক সপ্তাহ ধরে ভারত প্রস্তুতি নিচ্ছে। সময় ঘনিয়ে এসেছে। আজ বাদে কাল (শনিবার) দেশটির রাজ্য কলকাতায় পা রাখবেন মেসি। সেখানে উৎসবের আমেজ। লেক টাউনে শ্রী ভূমি স্পোর্টিং ক্লাব তৈরি করেছে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরা মেসির ৭০ ফুট উচ্চতার লোহার ভাস্কর্য, যেটাকে আর্জেন্টাইন আইকনের সবচেয়ে উঁচু ভাস্কর্য দাবি করছে তারা।
মাত্র ৪০ দিনের মধ্যে তৈরি হওয়া ভাস্কর্য উন্মোচন করবেন মেসি নিজেই, সেটা ভার্চুয়ালি। ফুটবলারের আগমন উপলক্ষে ভাস্কর্যে শেষ আঁচড় দিচ্ছেন তারা। জিওএটি ইন্ডিয়া ট্যুরে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক পাবেন জেড ক্যাটাগরির কঠোর নিরাপত্তা।
বিজ্ঞাপন
তিন দিনের সফরে মেসি ভারতের চারটি শহর ঘুরবেন। ১৩, ১৪ ও ১৫ ডিসেম্বরে ব্যস্ত সময় পার করবেন ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড। এমএলএস কাপ জয়ী তারকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বেশ কিছু সেলিব্রেটি, মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেখা করবেন। মেসির ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজ ও বিশ্বকাপ জয়ী রদ্রিগো ডি পল মুম্বাইয়ে তার সঙ্গে যোগ দিবেন।
বিজ্ঞাপন
প্রায় প্রত্যেক শহরে মেসি দর্শনের টিকিট ধরা হয়েছে সাড়ে চার হাজার রুপি, শুধু মুম্বাইয়ে টিকিটের দাম চড়া- ৮২৫০ রুপি।
ভারত সফরে মেসির ব্যস্ত সূচি (বাংলাদেশ সময়)
১৩ ডিসেম্বর, কলকাতা
রাত ২টা: কলকাতায় পা রাখবেন মেসি।
সকাল ১০-১১টা: বিশেষ অতিথিদের সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়।
সকাল ১১-১১.৪৫ মি.: মেসির ভাস্কর্যের ভার্চুয়াল উদ্বোধন।
সকাল ১১.৪৫-১১.৫৫: যুব ভারতী স্টেডিয়ামে আগমন।
বেলা ১২টা: যুব ভারতীতে শাহরুখ খানের আগমন।
বেলা ১২.৩০ মি.: স্টেডিয়ামে মুখমন্ত্রী মমতা ব্যানার্জি ও সৌরভ গাঙ্গুলির আগমন।
বেলা ১২.৩০-১টা: প্রীতি ম্যাচ ও অন্য অনুষ্ঠান।
বেলা ২টা: হায়দরাবাদের উদ্দেশ্যে যাত্রা।
১৩ ডিসেম্বর, হায়দরাবাদ
সন্ধ্যা ৭.৩০ মি.: মেসি ও তেলেঙ্গানার মুখ্যমন্তী রেভান্ত রেড্ডিকে নিয়ে রাজিব গান্ধি স্টেডিয়ামে সেভেন ভার্সেস সেভেন ম্যাচ। সন্ধ্যায় মেসির সম্মানে গানের কনসার্ট।
১৪ ডিসেম্বর, মুম্বাই
বিকেল ৪টা: ভারতের ক্রিকেট ক্লাবের প্যাডেল কাপে অংশগ্রহণ।
বিকেল ৪.৩০ মি.: সেলিব্রেটি ফুটবল ম্যাচ।
বিকেল ৫.৩০ মি.: চ্যারিটি ফ্যাশন শোয়ের আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠান।
১৫ ডিসেম্বর, নয়া দিল্লি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ
বেলা ২টা: অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠান, মিনার্ভা অ্যাকাডেমি খেলোয়াড়দের পুরস্কার প্রদান।
সন্ধ্যা ৭টা: মেসির বিদায়।
এফএইচএম/