বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অসংখ্য গোল রয়েছে এলিটা কিংসলের। হ্যাটট্রিকের পাশাপাশি লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ারও কৃতিত্ব আছে তার। সেই সবগুলো ছিল নাইজেরিয়ান এলিটার। এখন তিনি বাংলাদেশি এলিটা কিংসলে। বাংলাদেশি হয়ে প্রথম ম্যাচে খেলতে নেমেই গোল করেছেন কিংসলে।
 
অন্য সব গোলের চেয়ে তার এই গোলটি ভিন্ন। বাংলাদেশি হিসেবে প্রথম গোল। এই গোলের অনুভূতি ব্যক্ত করলেন ভিন্নভাবেই, ‘আমার এই গোলটি প্রথমে সৃষ্টিকর্তা, এরপর ক্লাবের সভাপতি ইমরুল স্যার, ম্যানেজার ওয়াসিম ভাই এবং পরিবারকে উৎসর্গ করতে চাই।’
 
জাতীয় দলের ব্রিটিশ সহকারি কোচ স্টুয়ার্ট ওয়াটকিস আজ ম্যাচ দেখতে এসেছিলেন। বাংলাদেশি কিংসলের দিকেই বেশি চোখ ছিল তার। ৭১ মিনিট পর্যন্ত খেলেছেন কিংসলে। ততক্ষণ পর্যন্ত ওয়াটকিসের চোখে কিংসলেকে নিয়ে পর্যবেক্ষণ, ‘গোলটা সে দারুণ করেছে। প্রথম ম্যাচ হিসেবে ভালোই খেলেছে। পরবর্তী ম্যাচগুলোতে সে নিশ্চয়ই আরও নিজেকে মানিয়ে নেবে।’ 

ইংল্যান্ডে বসে জাতীয় দলের হেড কোচ জেমি ডেও খেলা দেখেছেন। ফরোয়ার্ড হিসেবে কিংসলে প্রথম ম্যাচেই গোল পাওয়াকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি।
 
এজেড/এমএইচ