কোপা আমেরিকার শুরু থেকেই টুর্নামেন্টটির সঙ্গে জড়িয়েছে নানা বিতর্ক। একে তো ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যে ব্রাজিলে আয়োজন। তার ওপর টুর্নামেন্টের মাঠ নিয়ে সমালোচনা চলছেই। দুই বড় দল ব্রাজিল ও আর্জেন্টিনার কোচই সমালোচনা করেছেন মাঠের। 

সেলেসাও কোচকে তো গুনতে হয়েছে জরিমানাও। এবার কোপার মাঠ নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রাজিলের অন্যতম বড় তারকা নেইমার জুনিয়র। তিনি অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোপার মাঠ নিয়ে সমালোচনা করেছেন অন্যভাবে। 

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে দুটি ছবি এক করে দিয়েছেন নেইমার। ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়াম ও একটি সাধারণ মাঠের ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘বলুন তো, ব্রাজিল পরের ম্যাচে এগুলোর মধ্যে কোন মাঠটায় খেলবে?’

এর আগেও মাঠের সমালোচনা করেছেন ব্রাজিল তারকা। পেরুর বিপক্ষে ৪-০ গোলের জয়ের পর উদযাপনের ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘গতকালের গোল উদ্‌যাপন করছি এঞ্জেনহাও'র অসাধারণ লন পিচের ওপর’। কথাটা নেইমার বিদ্রুপ করেই বলেছিলেন কোপা আমেরিকার মাঠকে।

এমএইচ/এটি