জার্মানি বনাম ইংল্যান্ড
ইউরো শেষ ষোলোর ম্যাচ
মঙ্গলবার, বাংলাদেশ সময় রাত দশটা
সরাসরি : সনি টেন টু

প্রতিবার টুর্নামেন্ট আসে। বড় স্বপ্ন নিয়ে খেলতে যায় ইংল্যান্ড। এরপর বিদায় নেয় মাঝপথে। এই যেন তাদের নিয়তি। এবারের ইউরোতেও বেশ শক্তিশালী দল নিয়ে খেলতে গিয়েছিল তারা। টুর্নামেন্টের আগে শিরোপার অন্যতম দাবিদারের তালিকায় তাদের নামটা আসছিল উপরের দিকেই। 

তবে গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ড্র কিছুটা হলেও আশাহত করেছে সমর্থকদের। অবশ্য স্বস্তির খবরও আছে। ইতালির পর তারাই একমাত্র দল, যারা এখনো অবধি এবারের ইউরোতে কোনো ম্যাচ হারেনি। স্কটল্যান্ডের বিপক্ষে ড্র করলেও গ্রুপের বাকি দুই ম্যাচে চেক রিপাবলিক ও ক্রোয়েশিয়াকে হারিয়েছে তারা। 

অন্যদিকে ডেথ গ্রুপে পড়া জার্মানি শেষ ষোলোতে এসেছে গ্রুপে দ্বিতীয় হয়ে। তাদের জন্য কাজটা অবশ্য সহজ ছিল না। হাঙ্গেরির বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে ছিল তারা। ছয় মিনিট বাকি থাকতে করা গোলে পার পেয়েছে জোয়াকিম লোর শিষ্যরা। দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের লড়াইটা হবে জমজমাট।

গ্রুপ পর্বের তিন ম্যাচে কোনো গোল না করতে পারলেও শেষ ষোলোতেও দলটির মূল ভরসা হ্যারি কেইনই। এই ম্যাচেও তাকে কেন্দ্র করেই কৌশল সাজাবেন কোচ গ্যারেথ সাউদগেট। অন্যদিকে জার্মানির জন্য জরুরি জশোয়া কিমিচ।  

তারা কী বলেন

 

আমরা গত তিন-চার বছর ধরে এমন একটা মাইলফলকের দ্বারপ্রান্তে আছি। পেছনে কী ঘটেছিল তাতে কিছু যায় আসে না, এটাই আমাদের মানসিকতা। ইতিহাস তৈরি করা সম্ভব, ফুটবলাররাও চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত। আমরা এটাকে ভয় পাওয়ার চেয়ে চ্যালেঞ্জ হিসেবেই দেখছি। আমার মনে হয় দল হিসেবে যে আমরা ভয়ডরহীন এবং সামনে যে সুযোগটা আছে জার্মানির বিপক্ষে খেলোয়াড়রা সেটার দিকেই তাকিয়ে আছে। 

গ্যারেথ সাউদগেট, কোচ, ইংল্যান্ড

আমার মনে হয় দুই দলেরই দিনটা নিজেদের করে নেওয়ার মতো যথেষ্ট আত্মবিশ্বাস আছে। এটাই ম্যাচটাকে জমিয়ে তুলবে। গোল খাওয়াটা এড়াতে হবে। সাম্প্রতিক সময়ে আমরা যথেষ্ট ক্লিন শিট রাখতে পারছি না। আমরা সফল হতে পারি কেবল যদি দলগতভাবে খেলতে পারি। আমাদের এমন কেউ নেই যে বাকি ফুটবল দুনিয়াকে একপাশে সরিয়ে দেবে। কিন্তু আমাদের এমন কিছু খেলোয়াড় আছে যারা জানে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

জোয়াকিম লো, কোচ, জার্মানি

ইতিহাস কী বলে

 

এখনো পর্যন্ত মোট ৩২ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে ১৩টিতে জয় পেয়েছে ইংল্যান্ড, হেরেছে ১৫টিতে, বাকি চার ম্যাচ হয়েছে ড্র। ২০১৭ সালে নিজেদের মধ্যেকার সর্বশেষ ম্যাচে গোলশূন্য ড্র করে দুই দল।  

নিজেদের শেষ পাঁচ ম্যাচে কেমন ছিল তারা

ইংল্যান্ড : জয়, ড্র, জয়, জয়, জয়
জার্মানি : ড্র, জয়, হার, জয়, ড্র

একাদশ কেমন হবে

 

ইংল্যান্ড-
পিকফোর্ড; 
ওয়াকার, স্টোনস, মাগুয়ের, শ; রাইস, ফিলিপস;
ফোডেন, গ্রিলিশ, স্টার্লিং; কেইন 

জার্মানি-
ন্যুয়ার; 
জিন্টার, হুমেলস, রুডিগার; 
কিমিচ, ক্রুস, গোরেটজকা, গোসেনস; 
হাভার্টজ, মুলার; গেনেব্রি

এমএইচ/এটি