প্রতিদিনই নিজেকে নিজে ছাড়িয়ে যাচ্ছেন তিনি। আর্জেন্টিনার হয়ে গড়ছেন একের পর এক রেকর্ড। মঙ্গলবার সকালে কোপা আমেরিকার ম্যাচে নেমে তিনি ভেঙেছেন কিংবদন্তি জাভিয়ার মাশ্চেরানোর রেকর্ড। নিজ দেশের জাতীয় দলের হয়ে এখন সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড মেসির। ১৪৮ টি ম্যাচ নিয়ে আর্জেন্টিনার সর্বোচ্চ ম্যাচ খেলার কীর্তি এই কিংবদন্তি। একইদিন শীর্ষ দশ আন্তর্জাতিক গোলদাতার তালিকায় জায়গা করে নিয়েছেন এই  ফরোয়ার্ড।

মঙ্গলবার বলিভিয়ার বিপক্ষে ৪-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। যেখানে জোড়া গোল পেয়েছেন মেসি। তার পথ ধরেই পেছনে ফেললেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রীকে। যিনি বাংলাদেশের বিপক্ষে মাসখানেক আগে গোল করে পেছনে ফেলেন মেসিকে। তার আন্তর্জাতিক গোল সংখ্যা এখন ৭৫টি। 

পরিসংখ্যান বলছে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসি এখন রয়েছেন যৌথভাবে নয় নম্বরে। হাঙ্গেরির সান্দোর কোকসিস, জাপানের কুনিশিগে কামামোতো ও ইরাকের বাশার আব্দুল্লাহর পাশে এই আর্জেন্টাইন মহাতারকা। সামনে ফুটবল সম্রাট পেলে। আর দুটি গোল করলেই ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছুঁয়ে ফেলবেন তিনি।

চলতি ইউরোতে ক্রিশ্চিয়ানো রোনালদো উঠেছেন নতুন উচ্চতায়। ১০৯তম আন্তর্জাতিক গোল করে পেছনে ফেলেছেন ইরানের আলি দাইয়িকে। তবে রোনালদোর দল পর্তুগাল বিদায় নিয়েছে ইউরো থেকে। 

সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতার তালিকায় মেসি, পেলের ওপর আছেন ইরানের হোসেন সাইদ (১৩৭ ম্যাচে ৭৮ গোল)। শীর্ষে থাকা আলি দাইয়ে ও রোনালদোর পর আছেন যথাক্রমে মালয়েশিয়ার মুখতার দাহিরি (১৪২ ম্যাচে ৮৯ গোল), হাঙ্গেরির কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস (৮৫ ম্যাচে ৮৪ গোল) ও জাম্বিয়ার গডফ্রে চিতালু (১১১ ম্যাচে ৭৯ গোল)। 

এটি