কোপা দেখেন না, ইউরোতে মজেছেন জেমি ডে
করোনা মহামারির মধ্যেও সারা বিশ্ব এখন বুঁদ হয়ে আছে ইউরো ও কোপায়। ফুটবলপ্রেমীরা ব্যক্তিগত ও পেশাগত কাজ উপেক্ষা করেও ফুটবল আনন্দ থেকে দূরে থাকতে চান না। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ব্রিটিশ হেড কোচ জেমি ডেও দারুণ উপভোগ করছেন ইউরো। ২৩ জুন লন্ডনে পৌঁছে ছুটি কাটাচ্ছেন। ছুটিতে দারুণভাবে উপভোগ করছেন ইউরো।
আজ মঙ্গলবার লন্ডনের বিখ্যাত স্টেডিয়াম ওয়েম্বলিতে অনুষ্ঠিত হবে ইংল্যান্ড ও জার্মানির মধ্যকার গুরুত্বপূর্ণ শেষ ষোলোর ম্যাচ। নিজ শহরে থেকেও এই ম্যাচ মাঠে গিয়ে দেখতে পারছেন না জেমি, ‘এই মুহুর্ত টিকিট পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। টিভিতে বাসায় পরিবারের সঙ্গেই ম্যাচ উপভোগ করব।’ কাতারে বিশ্বকাপ বাছাই ম্যাচ শেষ করে বাংলাদেশে এসে এরপর ছুটিতে গেছেন জেমি।
বিজ্ঞাপন
জেমির বাসা লন্ডনেই। তার বাসা থেকে ঘন্টা খানেক পথ দূরত্বে ওয়েম্বলি স্টেডিয়ামে। আজকের ম্যাচে মাঠে উপস্থিত না থাকতে পারলেও ওয়েম্বলিতে গুরুত্বপূর্ণ ম্যাচ দেখার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশ কোচের, আর্সেনালের এফএ কাপ, ইংল্যান্ড ও পতুর্গালের একটি ম্যাচ দেখেছিলেন তিনি। শুধু দর্শক হিসেবেই নয় খেলোয়াড় হিসেবেও ওয়েম্বলির সঙ্গে সম্পৃক্ততা রযেছে জেমির,‘ বিখ্যাত এই মাঠে আমি দুইটি প্রতিযোগিতামূলক ম্যাচও খেলেছি।’
নক আউট পর্বে ইতোমধ্যে ফ্রান্স, নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী দল বিদায় নিয়েছে। শেষ ষোলোর সূচি ঠিক হওয়ার পর থেকেই আজকের ইংল্যান্ড ও জার্মানির মধ্যকার ম্যাচটি নিয়ে উত্তেজনা চলছিল। আজকের ম্যাচ নিয়ে জেমির মতামত, ‘দুই দলই প্রায় সমান শক্তির। যে কোনো ফলাফল হতে পারে। জার্মানির অভিজ্ঞ খেলোয়াড়ের সংখ্যা একটু বেশি।’
বিজ্ঞাপন
মেসি-নেইমারের কোপা আমেরিকা নিয়ে উন্মাদনা থাকলেও প্রতিদ্বন্দ্বীতায় ও আকর্ষণে ইউরো কোপাকে ছাড়িয়ে গেছে বলে ধারণা ফুটবল বিশ্লেষকদের। এদের সঙ্গে বাংলাদেশের কোচও একমত, ‘আমি কোপা সেভাবে দেখি না। এটাতে কোনো সন্দেহ নেই আধুনিক ও সুন্দর ফুটবল ইউরোপেই।’
ছুটি কাটিয়ে জুলাইয়ের শেষ সপ্তাহে অথবা আগস্টের প্রথম সপ্তাহে বাংলাদেশে ফেরার কথা রয়েছে জেমির। তার সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস রোববার ইংল্যান্ড গিয়েছেন ছুটি কাটাতে।
এজেড/এটি/এমএইচ