গ্রুপ পর্বের তিন ম্যাচে এসেছে জয়, একটিতে ড্র। মঙ্গলবার শেষ ম্যাচে তো বলিভিয়াকে উড়িয়ে দিয়েছে ৪-১ গোলে। গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। নক আউট ম্যাচে তাদের প্রতিপক্ষ এবার ইকুয়েডর। বাংলাদেশ সময় রোববার ভোরে তাদের মুখোমুখি হবে লিওনেল স্ক্যালোনি শিষ্যরা। 

আলবিসেলেস্তেদের এবার প্রস্তুতি ‍শুরু হবে ইকুয়েডরের মুখোমুখি হওয়ার। তার আগে দলটির কোচ লিওনেল স্ক্যালোনি জানালেন, প্রতিপক্ষের জন্য পূর্ণ সম্মান আছে তাদের। বলেছেন, কোপা আমেরিকায় অন্য সবার মতোই ইকুয়েডরের তরুণ দলটি তাদের বিপক্ষে যুদ্ধে নামবে। 

তিনি বলেন, ‘মানসিকভাবে আমরা ভালো আছি। বিশেষ করে ভালো একটা ম্যাচের পর গ্রুপের শীর্ষে থেকে শেষ করতে পারায়। কিন্তু তবু ইকুয়েডরের প্রতি পূর্ণ সম্মান আছে। কারণ তারা তরুণ ও শক্তিশালী দল। তাদের বেশ কিছু ভালো খেলোয়াড় আছে, যারা কোপা আমেরিকার অন্য সবার মতোই আমাদের বিপক্ষে যুদ্ধে যাবে।’ 

কোয়ার্টারে দল নিয়ে মাঠে নামার আগে স্ক্যালোনি বলছেন, ‘দলের ভারসম্য খুবই ভালো। আমরা শক্তিশালী দলের বিপক্ষে নিজেদের সামর্থ্যের সেরাটা দিয়ে খেলেছি। খেলোয়াড়দের কাছে যে বার্তা গিয়েছে তা হলো যেভাবে হোক জিততে হবে। তারা এটা গ্রহণ করেছে। দলের মনোভাব আমার পছন্দ হয়েছে।’

এমএইচ