গোলের পর ডি পল উদযাপন করলেন মেসির সঙ্গে/গার্ডিয়ান

লিওনেল মেসি দারুণ এক সুযোগ পেয়েও নষ্ট করেছিলেন। কোপা আমেরিকার চতুর্থ কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধটা এর পরেও এগিয়ে থেকেই শেষ করেছে আর্জেন্টিনা।

শুরু থেকে বলের দখল ধরে খেলছিল আর্জেন্টিনা। তবু প্রথম আক্রমণটা পেতে পেতে আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয়েছে ২২ মিনিট পর্যন্ত। এর আগে লাওতারো মার্টিনেজ একবার সুযোগ পেয়েছিলেন গোলের, কিন্তু লাইন্সম্যানের অফসাইডের বাঁশি বাজে এরপরই।

১৫ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে বল পেয়েছিলেন হেরমান পেজ্জেলা। কিন্তু তিনিও বলটা মারেন গোলপোস্টের অনেক বাইরে দিয়ে।

২২ মিনিটে প্রতিপক্ষ রক্ষণের ভুলে সুযোগ পেয়েছিলেন মেসি। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। তার শট প্রতিহত হয় বারে। এরপর কিছুক্ষণ আক্রমণে উঠেছিল ইকুয়েডর, সেসব আর্জেন্টিনা রক্ষণ সামলেছে দারুণ দক্ষতায়। 

ম্যাচের ৪০ মিনিটে পরম আরাধ্য গোলটা পায় আর্জেন্টিনা। তবে গোলের যোগানটা সেই মেসি থেকেই এসেছে। তার পাস থেকে রদ্রিগো ডি পলের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছে আলবিসেলেস্তেরা।

এনইউ