অনুমতি সাপেক্ষে ১৪ জুলাই শুরু ঘরোয়া ফুটবল
১৪ জুলাই পর্যন্ত রয়েছে সরকারের দেয়া কঠোর লকডাউন। ওই দিন বিকেল থেকে বাংলাদেশ প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশিপ লিগ পুনরায় শুরু করতে চায় বাফুফে। লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী আজ বৃহস্পতিবার লিগ কমিটির সভা শেষে বলেন, ‘আমাদের সঙ্গে মন্ত্রণালয়ের আলোচনা চলছে। ১৪ তারিখ পর্যন্ত লকডাউন আছে৷ আমরা সরকারের অনুমতি ও নির্দেশনা নিয়ে লিগ পুনরায় শুরু করব।’
১ জুলাই কঠোর লকডাউনের প্রথমদিন লিগ চালিয়েছিল বাফুফে। এরপর ওই দিন মধ্যরাতে হঠাৎ বন্ধ করে দেয় বাফুফে। প্রেস বিজ্ঞপ্তিতে মাঠের কারণ বললেও সরকারের নির্দেশনার জন্য খেলা বন্ধ করে বাফুফে। এক সপ্তাহ পর বিষয়টি কিছুটা ঘুরিয়ে স্বীকার করেছেন বাফুফে সিনিয়র সহ-সভাপতি, ‘আসলে আমাদের মাঠও খারাপ পাশাপাশি সরকারের কাছ থেকে একটি নির্দেশনা ও অনুরোধ এসেছিল । সামগ্রিকভাবে লিগ স্থগিতের সিদ্ধান্ত।’
বিজ্ঞাপন
প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ চলছিল কমলাপুর স্টেডিয়ামের টার্ফে। সেখানে আবহাওয়া ও মাঠ সমস্যা না। এরপরও বন্ধের কারণ সরকারের নির্দেশনা সেটা এখন সুস্পষ্ট। প্রিমিয়ার লিগের পাশাপাশি ১৪ জুলাই চ্যাম্পিয়নশিপ লিগও শুরু করতে চায়। কমলাপুর টার্ফে প্রিমিয়ার খেলানোর ইচ্ছে ছিল বাফুফের, কিন্তু ক্লাবগুলো রাজি না হওয়ায় সেটা বাদ দেয়া হয়েছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের বিকল্প হিসেবে ফর্টিজ একাডেমির মাঠে খেলা হবে। ফর্টিজের মাঠে বিকেলে একটা আর বঙ্গবন্ধু স্টেডিয়ামে মাঠ ভালো থাকলে ২টি ম্যাচ পরিচালনার পরিকল্পনা বাফুফের।
বিজ্ঞাপন
৫ আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম নিয়ে ডেডলাইন থাকলেও বাফুফে এখন ১০ আগস্টের মধ্যে লিগ শেষ করতে চায়। ২১ জুলাই কোরবানির ঈদ হতে পারে। ঈদের জন্য প্রিমিয়ার লিগ ফুটবল তিনদিন স্থগিত থাকবে।
এজেড/এটি/টিআইএস