বিতর্কিত পেনাল্টি নিয়ে জেমি ও জামালের দ্বিমত
ইউরো কাপের সেমিফাইনালে রেফারিং নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বিশেষ করে ইংল্যান্ডের পেনাল্টি নিয়ে মিশ্রমত বিশ্ব ফুটবলাঙ্গনে। বাংলাদেশ জাতীয় দলের কোচ জেমি ডে ও অধিনায়ক জামাল ভূঁইয়া ভিন্ন ভিন্ন মত দিয়েছেন।
অধিনায়ক জামাল ভূঁইয়ার জন্ম ডেনমার্কে। তিনি ডেনমার্কে বেড়ে উঠেছেন। ইউরোতে তিনি ডেনমার্ককেই সমর্থন করছেন। রেফারির পেনাল্টির সিদ্ধান্তে তার ডেনমার্কের ফাইনাল স্বপ্ন শেষ হয়েছে বলে মনে করেন জামাল, ‘এটি আসলে পেনাল্টি হয় না। রাহিম স্টারলিংকে ফাউল করা হয়নি। ইংলিশ অনেক গ্রেটরাও বলছে এটি পেনাল্টি নয়। এমনকি মরিনহোও বলেছেন এটি পেনাল্টি হয় না।’
বিজ্ঞাপন
অন্যদিকে ইংল্যান্ডে নিজ বাসায় বসে ম্যাচটি দেখেছেন বাংলাদেশ দলের হেড কোচ জেমি ডে। বিতর্কিত পেনাল্টি সম্পর্কে তার মতামত, ‘সিদ্ধান্তটি দেয়া সহজ ছিল না। এরপর ভিএআর (প্রযুক্তি) সাহায্যও নেয়া হয়েছে। ভিএআরও রেফারির সিদ্ধান্তে বহাল ছিল। ফলে এখানে তেমন অভিযোগের সুযোগ নেই।’
নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। অতিরিক্ত সময়ে পেনাল্টির গোলে ইংল্যান্ড ৫৫ বছর পর পুনরায় ফাইনালে উঠেছে। রোববার ওয়েম্বলিতে শিরোপা লড়াইয়ে স্বাগতিকরা মুখোমুখি হবে ইতালির।
বিজ্ঞাপন
এজেড/টিআইএস