ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনালে বাঁশি বাজাবেন যিনি
এবার কোপা আমেরিকা নিয়ে সমর্থকদের উঠকণ্ঠা আকাশচুম্বী। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি কি অধরা শিরোপা ছুঁতে পারবেন, নাকি আবারও আক্ষেপ নিয়ে ফাইনালের মঞ্চ ছাড়বেন? রোমাঞ্চের পারদ বেড়েছে ফাইনালকে ঘিরে। মেসিদের কাজটা সহজ নয়। প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে স্বাগতিক ব্রাজিলকে। ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে মুখিয়ে আছেন সমর্থকরা। ঘটনাবহুল কোপায় আলোচনা রেফারিং ইস্যুতে। এই ম্যাচ পরিচালনার দায়িত্বে কারা থাকছেন, সে নিয়েও আছে কৌতূহল।
কোপা আমেরিকার আয়োজক সংস্থা কনমেবল জানিয়েছে, মেসি-নেইমারদের ফাইনাল ম্যাচের বাঁশি বাজাবেন উরুগুয়ের ৩৯ বছর বয়সী এস্তেবান ওস্তোজিচ। পাশাপাশি লাইন্সম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন কার্লোস বারেইরো এবং মার্টিন সোপি। আর ভিডিও এসিস্ট্যান্ট (প্রযুক্তি) রেফারি হিসেবে থাকবেন আন্দ্রেস কুনহা।
বিজ্ঞাপন
মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা নির্ধারণী ফাইনালের আগে রেফারি হিসেবে এস্তেবান ওস্তোজিচ এবারের টুর্নামেন্টে উদ্বোধনি ম্যাচসহ ৩টি ম্যাচ পরিচালনা করেছেন। যেখানে নিজের পকেট থেকে ১৫ বার কার্ড বের করেছেন তিনি। যার ২টি লাল কার্ড।
চলতি আসরে এখনো আর্জেন্টিনার কোনও ম্যাচের দায়িত্ব পালন করেননি ওস্তোজিচ। ব্রাজিলের যে ম্যাচে তিনি রেফারিংয়ের দায়িত্বে ছিলেন, সে ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল ব্রাজিল।
বিজ্ঞাপন
টিআইএস