ব্রাজিলের মানুষও চান মেসি শিরোপা জিতুক, ধুয়ে দিলেন নেইমার
লিওনেল মেসির একটা আন্তর্জাতিক শিরোপা না জিততে পারার আক্ষেপের কথা তো সবারই জানা। জাতীয় দলের হয়ে ট্রফি জিততে মরিয়া তিনি। বয়সটাও ইতোমধ্যে হয়ে গেছে ৩৪। কোপা আমেরিকার এবারের ফাইনালটিই হতে পারে শতবর্ষী টুর্নামেন্টের শিরোপা জয়ে তার শেষ সুযোগ।
নিজের আক্ষেপ দূর করার মিশনে ফাইনালে মেসির আর্জেন্টিনা মুখোমুখি হবে ব্রাজিলের। ম্যাচটি হবে রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে। এই ম্যাচকে সামনে রেখে পুরো ফুটবল বিশ্বজুড়েই মেসির প্রতি দেখা যাচ্ছে সমর্থন। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার যাতে এবার কোপা জিততে পারেন এমন চাওয়া সবার।
বিজ্ঞাপন
পুরো বিশ্বের মতো ব্রাজিলেও রয়েছে মেসির সমর্থন। তার মানে ফাইনালে ব্রাজিলের বিপক্ষে সমর্থন দিচ্ছেন খোদ দেশটির মানুষ! এই নিয়ে ক্ষুব্ধ সেলেসাওদের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। তিনি এইসব ব্যক্তিদের সম্মান করেন না বলে স্পষ্টই জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামের স্টোরিতে নেইমার লিখেছেন, ‘আমি নিজেকে ব্রাজিলিয়ান হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমার স্বপ্ন হলো ব্রাজিলের জাতীয় দলে খেলা এবং সমর্থকদের গান শুনতে পারা। যেখানে ব্রাজিল কোনোকিছুর জন্য লড়ছে, আমি কখনও এর বিপক্ষে সমর্থন দেইনি।’
বিজ্ঞাপন
তিনি আরও লিখেছেন, ‘সেটা হোক যেকোনো খেলা, মডেলিং প্রতিযোগিতা, অস্কার কিংবা যা খুশি... সেখানে যদি ব্রাজিল থাকে, তাহলে আমি অবশ্যই আমার দেশকে সমর্থন দিয়েছি। আর সেসব ব্রাজিলিয়ান, যারা এর বিপরীত করছেন? আচ্ছা ঠিক আছে, তবে আমি আপনাদের সম্মান করি না।’
২০১৪ সালে মারাকানা স্টেডিয়ামেই জার্মানির বিপক্ষে ফাইনালে হেরে বিশ্বকাপের শিরোপা ছুঁয়ে দেখা হয়নি মেসির। এবার কোপা আমেরিকায় কী হয় সেটিই দেখার বিষয়। আগামী রোববার বাংলাদেশ সময় ভোর ছয়টায় ব্রাজিলের বিপক্ষে এবারের কোপার ফাইনালে নামবে আর্জেন্টিনা।
এমএইচ