লুকোচুরি করে বসুন্ধরা ও আতাউর রহমানের ম্যাচ!
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবলের বিভিন্ন গ্রুপগুলোতে মহিলা ফুটবল লিগের নতুন সূচি দেখা যাচ্ছে আগামীকাল (মঙ্গলবার) থেকে পুনরায় শুরু হবে খেলা। সামাজিক মাধ্যমগুলোতে সূচি দেখা গেলেও বাফুফে গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি।
ক্লাবগুলোতে পাঠানো ও সামাজিক মাধ্যমে পাওয়া সূচিতে আগামীকাল (মঙ্গলবার) বসুন্ধরা কিংস ও আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিংয়ের ম্যাচ দুপুর বারোটায় বীরশ্রেষ্ঠ শহীদ কমলাপুর স্টেডিয়ামে। মহিলা লিগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ এটি। কালকের ম্যাচের ওপরই নির্ভর করছে নারী ফুটবল লিগের শিরোপা।
বসুন্ধরা কিংস কালকের ম্যাচটি জিতলে টানা শিরোপা জয় হবে সময়ের অপেক্ষা। এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচ বাফুফে মিডিয়া থেকে আড়ালে রাখার চেষ্টা করেছে। খেলা বন্ধ থাকলে পুনরায় শুরু হওয়ার আগে সূচি দেওয়া স্বাভাবিক রীতি। কালকের ম্যাচের আগে সেই রীতি অনুসরণ করেনি বাফুফে। মিডিয়ায় সূচি দিলেই যে অনুমতিসহ আরও অনেক প্রসঙ্গ উঠতে পারে। মিডিয়া তো নয়ই আগামীকাল থেকে পুনরায় নারী ফুটবল শুরু জানেন না মহিলা ফুটবল কমিটির অনেকেই।
বিজ্ঞাপন
১৪ জুলাই পর্যন্ত লকডাউন রয়েছে। লকডাউন শেষ হওয়ার এক দিন আগেই বাফুফে লিগ পরিচালনা করছে। এজন্য মিডিয়ার কাছে সূচি দেয়নি বাফুফে এমনটাই ধারণা অনেকের। সরকার ও সংশ্লিষ্টপক্ষের সাথে আলোচনা করে কাল খেলা চালানোর চেষ্টা করছে। যদিও আনুষ্ঠানিক অনুমতিপত্র নেই। কালকের মধ্যে অনুমতি পত্র আনার চেষ্টা করছে বলেও জানা গেছে।
১ জুলাইয়ের ম্যাচের মতো আগামীকালের ম্যাচের জন্যও পুলিশের সাথে যোগাযোগ করে ম্যাচ চালানোর চেষ্টা করছে। ১ জুলাই চট্টগ্রাম আবাহনী ও ঢাকা আবাহনীর ম্যাচের পর সরকারের চিঠি পেয়ে অনুপযোক্ত মাঠ ও বৈরী আবহওয়ার জন্য প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশিপ লিগ স্থগিত করে। সেই অভিজ্ঞতা হওয়ার পরও একই প্রক্রিয়ায় নারী ফুটবল লিগ পরিচালনার চেষ্টায় প্রশ্ন উঠবে তাই হয়তো মিডিয়াকে অনেকটা আড়াল করার চেষ্টা।
বিজ্ঞাপন
ক্লাবগুলো অবশ্য প্রস্তুত ম্যাচের জন্য। কিংসের দলনেতা বায়েজিদ জোবায়ের আলম নিপু বলেন, ‘আমাদের কাল গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচের ওপর নির্ভর করছে শিরোপা। আমরা জয়ের ধারাবাহিকতা রক্ষা করতেই যাব।’ সকাল দশটায় এফসি ব্রাহ্মণবাড়িয়া লড়বে কুমিল্লা ইউনাইটেডের বিরুদ্ধে। তারাও ম্যাচের জন্য প্রস্তুত।
নারী ফুটবল লিগের মতো মিডিয়া ধোয়াশা পুরুষ প্রিমিয়ার লিগেও। ১৪ তারিখ লকডাউন শেষ হচ্ছে। ওই দিনই কি লিগ শুরু করার অনুমতি পেয়েছে কি না এখনো জানা যায়নি। এই ব্যাপারে বাফুফের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি ফর্টিজের মাঠে খেলা হবে কি না সেটাও জানানো হয়নি।
এজেড/এমএইচ