ইউরো ট্রফি এলো রোমে
৫৩ বছর! ইতালির ইউরো ট্রফির জন্য অপেক্ষাটা ছিল এতটাই লম্বা। এই দীর্ঘ প্রতিক্ষার অবসান হয়েছে রোববার রাতে। ইংল্যান্ডকে হারিয়ে ইউরোর ট্রফিটা নিজেদের করে নিয়েছে আজ্জুরিরা। ফাইনালের আগে উঠা প্রশ্ন ‘ইটস কামিং হোম নাকি রোম’ মিলেছে এর উত্তরও।
সোমবার ট্রফি সত্যি সত্যিই পৌঁছেছে রোমে। রবার্তো মানচিনির দল ফিরেছে নিজেদের দেশে। অবশ্যই ইউরোর ট্রফিটাকে সঙ্গী করে। তাতে পুরো রোম পরিণত হয়েছিল উৎসবের নগরীতে। রাস্তায় ছিল মানুষের ভিড়। আগে থেকেই কিয়েলিনিদের অপেক্ষায় ছিলেন সবাই।
বিজ্ঞাপন
তারা নামতেই নেচে-গেয়ে স্বাগত জানান হাজারো মানুষ। ক্লান্তি ভুলে ইতালির ফুটবলাররাও সমর্থকদের অভিবাদন গ্রহণ করেন। নিচে নেমে সমর্থকদের সঙ্গে গলাও মেলান ফুটবলাররা। মাতেন উৎসবে।
এবারের আগে ১৯৬৬ সালে সর্বশেষ ইউরো জিতেছিল ইতালি। মাঝে দুইটি বিশ্বকাপ জিতেছে। দুইবার তারা উঠেছিল ইউরোর ফাইনালেও। কিন্তু ২০০০ সালে ফ্রান্স ও ২০১২ সালে সর্বজয়ী স্পেনের কাছে হেরে শিরোপাটা ঘরে তোলা হয়নি তাদের। এবার ইংল্যান্ডকে ফাইনালে তাদের মাটিতেই হারিয়ে বহুদিনের অপেক্ষার অবসান করেছে তারা।
বিজ্ঞাপন
এমএইচ