চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে বেশ বিপাকেই পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজের জন্য দ্রুত লিগ শেষের তাড়া আছে। আগস্টে বসুন্ধরা কিংসের এএফসি কাপ টুর্নামেন্ট। এর মধ্যে আবার চলমান লকডাউনে চরম ভেন্যু সংকট। এই কঠিন সময়ে বাফুফের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে ফর্টিজ মাঠ। 

আগামীকাল থেকে পুনরায় শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ। ঈদের দুই দিন আগ পর্যন্ত চলবে। এই ছয় দিনের সংক্ষিপ্ত সময়ের মধ্যে দুইটি ম্যাচ রেখেছে ফর্টিজ মাঠে। ১৭ জুলাই নতুন ও সাময়িক এই ভেন্যুতে প্রথম ম্যাচ খেলবে রহমতগঞ্জ ও বাংলাদেশ পুলিশ। ১৯ জুলাই ঈদের আগে শেষ দিনে সাইফ স্পোর্টিং ও আরামবাগ ক্রীড়া সংঘের মধ্যে। ফর্টিজে অনুষ্ঠিত দুইটি ম্যাচই হবে বিকেল চারটায়।
 
লকডাউনের জন্য ঢাকার বাইরে খেলা যাচ্ছে না। ঢাকার মধ্যে অন্য মাঠে বিভিন্ন সুযোগ সুবিধা অপ্রতুল। আবার টার্ফের মাঠে খেলবে না ক্লাবগুলো। লিগ শেষ করার জন্য তাদের শেষ পর্যন্ত ফর্টিজের মাঠেই খেলার জন্য রাজি হয়েছে। 

রাজধানীর মধ্যেই ভাটারা-বেরাইদ পেরিয়ে ফর্টিজ মাঠ। বাফুফের কম্পিটিশন বিভাগের তথ্য অনুযায়ী মাঠের আয়তন আন্তর্জাতিক মানের। অস্থায়ী দুইটি ড্রেসিং রুম, ডাগ আউট টেন্ট স্থাপনা হবে। ফর্টিজের মাঠ ব্যবস্থাপনায় লোকবল থাকলেও বাফুফে পেশাদার গ্রাউন্ডসম্যান দিয়ে ঘাস রোল করাচ্ছে। ম্যাচের সময় পুলিশও থাকবে। বাফুফে ও ফর্টিজ উভয় মিলে এই কয়েক দিন সামগ্রিক উন্নয়নের চেষ্টা করছে। মোটামুটি পেশাদার আঙ্গিকেই ম্যাচ পরিচালনার চেষ্টা। দুই ম্যাচ খেলে চারটি ক্লাব কোনো অভাব-অভিযোগ না করলেই হয়।

২৩ জুলাই থেকে পুনরায় লকডাউন। তাই আপাতত ঈদের আগে ১৪-১৯ জুলাই পর্যন্ত সূচি দিয়েছে বাফুফে। ঈদের পর লকডাউনে ফুটবল চালানোর ব্যাপারে ইতোমধ্যে প্রক্রিয়া শুরু করছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। 

আগামীকাল ১৪ জুলাই মুক্তিযোদ্ধা সংসদ মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়া চক্রের। আগামী পরশু দিন সাইফ স্পোর্টিং খেলবে শেখ জামালের বিরুদ্ধে। দুইটি ম্যাচই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল চারটা। শুক্রবার দিন বিরতি। শনিবার-সোমবার বঙ্গবন্ধু স্টেডিয়াম ও ফর্টিজের মাঠে চলবে ১৯ তম রাউন্ডের খেলা। 

এজেড/এমএইচ