করোনায় আক্রান্ত সেই বাফুফে সদস্য নুরুল ইসলাম/ফাইল ছবি

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে অনেক। ক্রীড়াঙ্গনেও অনেকে কোভিড পজিটিভ হচ্ছেন। বাফুফে সদস্য নুরুল ইসলাম নুরু সম্প্রতি কোভিড পজিটিভ হয়েছেন। টঙ্গী ক্রীড়া চক্রের সভাপতি নুরু এই বারই প্রথম বাফুফের নির্বাহী কমিটিতে নির্বাচিত হয়েছেন। নুরু করোনা আক্রান্ত হওয়ায় বাফুফের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

এখন বাফুফেতে করোনা আক্রান্তের সংখ্যা তেমন নেই। অক্টোবর-নভেম্বরের দিকে বাফুফের অনেক কর্মকর্তা পজিটিভ ছিলেন। সভাপতি কাজী সালাউদ্দিন নিজেও করোনার সঙ্গে লড়েছেন। 

এজেড/এটি