শিরোপার সুবাস পাচ্ছে কিংসের মেয়েরা
গোলের পর সাবিনার উল্লাস/ফেসবুক
নারী ফুটবলে বসুন্ধরা কিংস রয়েছে জয়ের ছন্দে। আজ বৃহস্পতিবার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে কুমিল্লা ইউনাইটেডকে ৬-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। এই জয়ে বসুন্ধরা কিংস ১২ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে।
তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আতাউর রহমান ভুইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের চেয়ে তাদের ৬ পয়েন্টের লিড। শেষ দুই ম্যাচ সাবিনারা হারলে ও আতাউর রহমান দুই ম্যাচ জিতলে উভয় দলের সমান পয়েন্ট হবে। সেক্ষেত্রে উভয় দলের মধ্যে প্লে অফ হবে।
বিজ্ঞাপন
আজ কুমিল্লা ইউনাইটেডকে হারানোর পর বসুন্ধরা কিংসের আর শিরোপা হারানোর শঙ্কা নেই। শিরোপায় এক হাত স্পর্শ করেছে বসুন্ধরা। গাণিতিক হিসাবের জন্য আজ ম্যাচ শেষে উদযাপন করেননি সাবিনারা। বৃহস্পতিবার শামসুন্নাহার দুইটি, সাবিনা, রিতু, তহুরা ও মনিকা একটি করে গোল করেন।
বিজ্ঞাপন
এজেড/এটি/এনইউ