মেসি পাঠালেন ভিডিও, ১০০ বছর বয়সী এই ভক্ত কী করেন?
পুরো পৃথিবীজুড়েই তো লিওনেল মেসির ভক্তের সংখ্যা অগণিত। যেকোনো বয়স, দেশ, রঙের মানুষের সমর্থন আছে আর্জেন্টাইন তারকার জন্য। তবে হেরনান একটু আলাদা। বয়সটা ১০০ হয়ে গেছে। এই বয়সেও কি না তিনি লিখে রাখেন বার্সেলোনার জার্সিতে করা মেসির সব গোল।
সেটিও কোনো ইলেকট্রনিক ডিভাইসে না, তিনি লিখে রাখেন খাতায়। তাও একদম তারিখ, প্রতিপক্ষ ও গোলের সংখ্যাসহ। এই খবর পৌঁছে গেছে মেসির কানেও। শতবছর বয়সী এই ভক্তের জন্য তিনি পাঠিয়েছেন ভিডিও।
বিজ্ঞাপন
হেরনানের নাতি হুলিয়ান মাস্ত্রাঙ্গেলো প্রথমে সামনে নিয়ে আসেন। মেসির সব গোল খাতায় কেন লিখে রাখেন তার দাদা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটিই জানান তিনি। সেটি চোখে পড়ে মেসিরও। একটি ভিডিও করে পাঠান হেরনানের উদ্দেশ্যে।
সেখানে মেসি লিখেন, ‘হাই হেরনান! অবশ্যই আমি আপনার গল্পটা শুনেছি। আমার মনে হয় সব গোল এভাবে লিখে রাখা এটা পাগলামী। আমি তোমাকে এমন কাজের জন্য অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাতে চাই। অনেক শুভকামনাও রইল। দ্রুতই দেখা হবে!’
বিজ্ঞাপন
দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন হেরনান। বেঁচে আছেন এখনো অবধি। মেসির জন্য তার ভালোবাসা ছিল সবসময়। তার হাতে কোপা আমেরিকার দেখে নিশ্চয়ই খুশি হয়েছেন এই বৃদ্ধ।
শৈশব থেকেই বার্সেলোনায় বেড়ে উঠেছেন লিওনেল মেসি। ক্লাাবটির হয়ে গড়েছেন অসংখ্য রেকর্ড। জিতেছেন শিরোপাও। ভক্তদের কাছ থেকেও পেয়েছেন অকুণ্ঠ সমর্থনও। সম্প্রতি জানা গেছে, বেতন অর্ধেক করে বার্সায় থাকছেন আর্জেন্টাইন অধিনায়ক। এমন ভালোবাসার জন্যই বোধ হয়!
এমএইচ