জাপানি অধিনায়ককে ছাড়া নামছে মোহামেডান
অধিনায়ক উরু নাগাতাকে ছাড়াই আজ (শনিবার) উত্তর বারিধারার বিরুদ্ধে খেলবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। জাপানি মিডফিল্ডারকে আড়ম্বরপূর্ণভাবেই বিদায় দিয়েছে মোহামেডান। সাদা-কালো শিবিরের টিম লিডার আবু হাসান চৌধুরী প্রিন্স বলেন, ‘সে ইনজুরিতে আছে। বাকি ম্যাচগুলো খেলা সম্ভব না। এজন্য তাকে আমরা সসম্মানে বিদায় জানিয়েছি।’
মোহামেডানের আগে বিদেশি ফুটবলার ও কোচের সম্মানী নিয়ে অভিযোগ থাকত অনেক৷ বর্তমান পরিচালনা পর্ষদ আসার পর মোহামেডানের সেই দুর্নাম কেটেছে। ফুটবলারদের পারিশ্রমিক সম্পর্কে প্রিন্স বলেন, ‘উরুকে তার প্রাপ্য সম্মানী দিয়ে বিদায় জানানো হয়েছে। এছাড়া ঈদের আগেই দেশি বিদেশি ফুটবলার ও কোচিং স্টাফের মাসিক সম্মানী দেয়া হবে।’
বিজ্ঞাপন
বাংলাদেশের ঘরোয়া ফুটবল বিদেশি নির্ভর। চারজন বিদেশি ফুটবলার একাদশে খেলে৷ জাপানি ফুটবলার না থাকায় এক বিদেশি ফুটবলার কম নিয়ে খেলতে হবে। সামনে মোহামেডানের আরো পাঁচটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচগুলো এক বিদেশি কম ছাড়া খেললেও সমস্যা দেখছেন না ফুটবল কমিটির সাধারণ সম্পাদক প্রিন্স, ‘সামনে আমাদের যে ম্যাচগুলো রয়েছে। সেগুলো অন্য খেলোয়াড়েরা ম্যাচ জেতাতে সক্ষম বলে বিশ্বাস করি।’
উরু নাগাতার মতো আজকের ম্যাচে খেলতে পারছেন না নিয়মিত ডিফেন্ডার হাবিবুর রহমান সোহাগ। করোনা ভাইরাসের জন্য পজিটিভ থাকায় তিনি এই ম্যাচে অনুপস্থিত।
বিজ্ঞাপন
এজেড/এটি/টিআইএস