বাফুফের সভায় কয়েকটি ইস্যু, সমাধান হয়নি একটিরও
লকডাউন শিথিল হওয়ায় বাফুফে নির্বাহী কমিটির সভা আয়োজন করল। আজ শনিবারের সভায় কয়েকটি বিষয়ে আলোচনা হলেও আনুষ্ঠানিক কোনও সিদ্ধান্ত সেভাবে আসেনি। সভার মূল আলোচ্য সূচি ছিল আসন্ন ফুটবল মৌসুম। বৃষ্টির জন্য ফুটবল মৌসুম বিঘ্নিত হয়। এজন্য অধিকাংশের মত শীতকালে ফুটবল মৌসুম পরিচালনা করার। শীতে ফুটবল মৌসুম শুরু করতে কিছু জটিলতা রয়েছে।
সভা শেষে বাফুফের জ্যেষ্ঠ সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘আমাদের আজকের সভাটি মুলতবী হয়েছে। পরবর্তী সভায় আসন্ন ফুটবল মৌসুম শুরু হয়ে আনুষ্ঠানিক একটা সিদ্ধান্তে পৌছাতে পারব।’
বিজ্ঞাপন
ফুটবল মৌসুমের দিনক্ষণ ঠিক করা ছাড়াও জাতীয় দলে পেশাদার ম্যানেজার নিয়োগ নিয়েও আলোচনা হয়েছে। চতুর্থ মেয়াদে কাজী সালাউদ্দিন বাফুফে সভাপতি নির্বাচিত হওয়ার পর জাতীয় দলে পেশাদার ম্যানেজার নিয়োগের কথা বলেছিলেন। গত আট মাসে অবশ্য সম্মানের ভিত্তিতেই ম্যানেজার নিয়োগ দেয়া হয়েছে।
এখন পেশাদার ম্যানেজার নিয়োগের চিন্তাভাবনা করছে বাফুফে, ‘পেশাদার ম্যানেজার হলে জবাবদিহিতা বাড়ে। সাবেক ফুটবলার, কোচ অনেকেই যোগ্য রয়েছে। এদের মধ্যে আমরা একটি প্রক্রিয়ার মাধ্যমে ম্যানেজার নিয়োগ দেয়ার বিষয়টি আলোচনা করেছি।’ -বলেন সালাম মুর্শেদী।
বিজ্ঞাপন
করোনার জন্য ফিফা সদস্য দেশগুলোকে বিশেষ ফান্ড দিচ্ছে। বাফুফে এখনো পায়নি। পাওয়ার আগেই এই তহবিল বণ্টনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে সভায়। বাফুফের পরিকল্পনা ছিল এই ফান্ড জেলা পর্যায়েও সরবারহ করার। আজকের সভায় সেখানে কিছুটা বিকল্প ভাবা হচ্ছে, ‘অনেকে এই ব্যাপারে দ্বিমত করেছেন অবশ্য। তবে আমার দৃষ্টিতে ফুটবল পরিবারের সবাইকে ভ্যাক্সিনেশনের আওতায় আনা দরকার। সেই খাতে ফিফা ফান্ড ব্যয় করা যেতে পারে। এই ব্যাপারেও পরবর্তী সভায় সিদ্ধান্ত হবে।’ -বলেন বাফুফের জ্যেষ্ঠ সহ সভাপতি।
ঈদের এক দিন পর থেকে আবার কঠোর লকডাউন। এই লকডাউনে খেলা চলবে কিনা এই প্রসঙ্গে লিগ কমিটির চেয়ারম্যান সালাম বলেন, ‘এই বিষয়ে সরকারের সাথে আলোচনা চলছে। ঈদের আগে আরো দুই দিন সময় আছে।’
এজেড/এটি/টিআইএস