তবুও সুপার কাপের ফেভারিট নন মেসিরা
ছবি: সংগৃহীত
মৌসুমের শুরুতে যথেষ্ট বিবর্ণ ছিল বার্সেলোনা। অফ ফর্মে ছিলেন অধিনায়ক লিওনেল মেসি, ছন্নছাড়া ছিল দলও। তবে মৌসুম শুরুর সে বাজে ফর্মটাকে পেছনে ফেলার ইঙ্গিত শেষ এক সপ্তাহে দিয়েছে কাতালানরা। তবে এরপরও আজ বুধবার রাত থেকে শুরু হওয়া সুপার কাপের লড়াইয়ে ফেভারিট হিসেবে মাঠে নামবে না দলটি, অভিমত কোচ রোনাল্ড কোম্যানের।
গেল মৌসুমে চালু হওয়া নতুন ফরম্যাটের সুপার কাপে লড়বে চার দল। লিগ আর কাপের চ্যাম্পিয়ন-রানার্স আপ নক আউট পদ্ধতিতে খেলবে শিরোপার লড়াইয়ে। যার সেমিফাইনালে আজ রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি গেল মৌসুমের লা লিগা রানার্স আপ বার্সেলোনা।
বিজ্ঞাপন
তার আগে সংবাদ সম্মেলনে কোচ কোম্যানকে প্রশ্ন করা হয়েছিল তার দল ফেভারিট কিনা। কোম্যান সে প্রশ্নের জবাবে নেতিবাচক উত্তর দিয়ে নিজের ব্যাখ্যাটাও দিলেন। বললেন, ‘আমার মনে হচ্ছে না আমরা ফেভারিট। কারণ এখানে কোনো দলের সাম্প্রতিক পারফর্ম্যান্স কোনো প্রভাব ফেলে না।’
স্পেনের চার সেরা দলের মাঝে শ্রেষ্ঠত্ব নিয়ে লড়াই। তাই কোম্যান এখানে কোনো পরিষ্কার ফেভারিট দেখছেন না। বললেন, ‘আমার মনে হয় না এখানে কোনো পরিষ্কার ফেভারিট আছে। কারণ এখানে সব দলের মাঝেই জয়ের ক্ষুধাটা অনেক। সব দলের সুযোগই এখানে তাই সমান।’
বিজ্ঞাপন
এ কারণেই কিনা, লড়াইয়ের আগে প্রতিপক্ষ সোসিয়েদাদকে দেখলেন সমীহের নজরেই, ‘লা রিয়াল লিগে দুর্দান্তভাবে শুরু করেছিল। তাদের অনেক ম্যাচই আমি লক্ষ্য করেছি, লিগের অন্যতম সেরা দল তারা।’
তবে চলতি মৌসুমে ফর্মটা ভালো না হলেও সাম্প্রতিক পারফর্ম্যান্স কথা বলছে বার্সার পক্ষে। গত ডিসেম্বরে লিগ ম্যাচে নিজেদের মাঠে ২-১ গোলে সোসিয়েদাদকে হারান মেসিরা। শেষ সপ্তাহেই তিনটি অ্যাওয়ে ম্যাচেই জিতে ফিরেছে কোম্যানের দল। যে কারণেই দলের আশার পালে লেগেছে জোর হাওয়া।
কোম্যানের চাওয়া, সে ছন্দটাই ধরে রাখবে দল। তিনি বলেন, ‘আমরা এখন যেভাবে খেলে চলেছি, সেই ছন্দটাই ধরে রাখতে চাই এখানে। আমরা উন্নতি করছি। আর আমরা যে কক্ষচ্যুত হইনি, সেটাই দেখাতে হবে এই টুর্নামেন্টে।’
এনইউ/এটি