ছবি: সংগৃহীত

দুই দলের ডার্বি ইতিহাস খুব একটা সমৃদ্ধ না হলেও শেষ দশ বছরে বেশ কিছু ধ্রুপদী দ্বৈরথই উপহার দিয়েছিলো ম্যানচেস্টারের দুই দল ইউনাইটেড আর সিটি। তবে শনিবার রাতের ডার্বিটা হলো সেসব থেকে একদম ভিন্ন। দুই দলের কেউই সুযোগ কাজে লাগাতে পারলো না, ম্যাচটা শেষ হলো গোলশূন্যভাবে। তবে দুই কোচ এই ম্যাচের এক পয়েন্টকে দেখলেন বেশ বড় করেই, জানালেন এক পয়েন্টও কম কিছু নয় আদৌ।

তবে এদিন শিরোপার পথে বড় এক ধাক্কা খেয়েছে চেলসি, এভারটনের মাঠ থেকে ১-০ ব্যবধানে হেরে এসেছে কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল।

‘থিয়েটার অফ ড্রিমস’-এ ম্যানচেস্টার ডার্বিতে প্রথম সুযোগটা পায় সফরকারী সিটি। গ্যাব্রিয়েল জেসুসের শটটা বেরিয়ে যায় লক্ষ্যের অনেক বাইরে দিয়ে। এরপর রিয়াদ মাহরেজের শট কোনোরকম সমস্যা ছাড়াই ঠেকান ডেভিড ডি হেয়া। সুযোগ ইউনাইটেডও পেয়েছে প্রথমার্ধে, ভিক্টর লিয়েন্ডলফের ক্রসে স্কট ম্যাকটমিনের শট বেরিয়েছে পোস্ট ঘেঁষে।

বিরতির পর পেনাল্টি পেয়েই যাচ্ছিলো ইউনাইটেড। বক্সে আগুয়ান মার্কাস রাশফোর্ডকে কাইল ওয়াকার ফাউল করলে রেফারি বাঁশি বাজান স্পটকিকের, তবে ভিএআরে দেখা যায় বল পাওয়ার সময় অফসাইডে ছিলেন র‍্যাশফোর্ড। ফলে পেনাল্টি আর পাওয়া হয়নি ব্রুনো ফের্নান্দেজদের। ৬৮ মিনিটে ডি ব্রুইনার শট আটকেছে ইউনাইটেড রক্ষণে, ম্যাচের অন্তিম সময়ে ইউনাইটেডের সুযোগও ঠেকিয়েছে প্রতিপক্ষ রক্ষণে। ফলে গোলশূন্যতাই নিয়তি হয় দুই দলের।

লাইপজিগের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পরই সিটির বিপক্ষে এমন ড্রয়ে তৃপ্ত ইউনাইটেড কোচ সোসশায়ার। বললেন, ‘আজ আমাদের বল পজেশন বিগত ডার্বিগুলোর চেয়ে বেশি ছিলো। যদিও সুযোগ বেশি সৃষ্টি করিনি আমরা, তবে তার কারণ মনে হয় প্রতিপক্ষ আমাদের বেশি শ্রদ্ধা দেখাচ্ছিলো বলে। আমি জানি না, তবে আমার মতে আমরা ধীরে ধীরে উন্নতি করছি।’

গার্দিওলাও এ ড্রকে দেখলেন বেশ গুরুত্ব দিয়েই। বললেন, ‘দ্বিতীয়ার্ধে ভালোভাবে শুরু করেছিলো তারা, যেমনটা আমরা খেলেছিলাম বিরতির আগে। তবে এরপরও দ্বিতীয়ার্ধে আমরা তিন-চারটা সুযোগ সৃষ্টি করেছিলাম। ইউনাইটেডের মতো দলের বিপক্ষে এটা অনেক। দিন শেষে এক পয়েন্ট বেশ ভালো, ভবিষ্যতের জন্যেও পয়েন্টটা বেশ ভালো।’

তবে সিটি-ইউনাইটেডের ‘ভালোর’ দিনে খারাপ হয়েছে চেলসির ফলাফল। এভারটনের মাঠ থেকে ১-০ ব্যবধানে হেরে ফিরেছে তারা। ২২ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেছেন গিলফি সিগর্ডসন।

এর ফলে ১২ ম্যাচে তাদের সংগ্রহ দাঁড়ালো ২৪-এ। এক ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা টটেনহ্যাম ও লিভারপুল থেকে পিছিয়ে পড়েছে ২ পয়েন্টে। অন্যদিকে ম্যানচেস্টার ডার্বিতে ড্র করে ১১ ম্যাচ থেকে ২০ পয়েন্ট নিয়ে ইউনাইটেড আছে পয়েন্ট তালিকার ৮-এ, এক পয়েন্টে পিছিয়ে সিটি আছে তাদেরই ঠিক পেছনে। 

এনইউ