পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু বালাকের ছেলের
জার্মানি ও চেলসির সাবেক তারকা ফুটবলার মাইকেল বালাকের ছেলে এমিলিও মারা গেছেন। পর্তুগালে ছুটি কাটানোর সময় মটর বাইক দুর্ঘটনায় মারা গেছেন তিনি। বুধবার গভীর রাতে মারা যান ১৮ বছর বয়সী এমিলিও। বিষয়টি জানিয়েছে, পর্তুগালের সংবাদ মাধ্যম।
তারা জানায়, দেশটির দক্ষিণ লিসবন পরিবারের সঙ্গে ছুটি কাটানো বাড়িটির পাশেই ঘটনাটি ঘটেছে। মর্মান্তিক দুর্ঘটনার বিস্তারিত এখনও প্রকাশ্যে আসেনি। তিন পুত্র সন্তানের মধ্যে এমিলিও বাবা মাইকেল বালাকের সবচেয়ে বেশি সান্নিধ্য পেতেন। সোশাল মিডিয়ায় চির চিত্রই বলে দেয় বাবার খুব কাছের ছিলেন অকালে চলে যাওয়া এই তরুণ।
বিজ্ঞাপন
জার্মানির ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার বালাক। বেয়ার লেভারকুসেন ও বায়ার্ন মিউনিখ ঘুরে ২০০৬ সালে ইংলিশ ক্লাব চেলসিতে যোগ দেন তিনি।
ক্লাবটির হয়ে জিতেছেন ইংলিশ লিগ ও এফএ কাপের শিরোপা। চেলসির হয়ে ১৬৭ ম্যাচে মাঠে নেমেছেন তিনি।
বিজ্ঞাপন
জার্মানির হয়ে ৯৮টি ম্যাচে মাঠে নেমেছেন বালাক। যেখানে করেছেন ৪২ গোল। ২০০৮ সালে দীর্ঘদিনের প্রেমিকা সিমোন লেম্বেকে বিয়ে করেন বালাক। তাদের সেই সম্পর্কটা অবশ্য ভেঙে গেছে।
এমএইচ/এটি