টোকিও অলিম্পিক ফুটবলের শুরু থেকেই সোনা জয়ে অন্যতম ফেভারিট ব্রাজিল ও স্পেন। এই দুই দলই শেষ অবধি উঠেছে ফাইনালে। আগামী ৭ আগস্ট সোনা জয়ের লড়াইয়ে নামবে দুই দল। তার আগে স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি জানিয়েছেন, আসরের শুরু থেকে ব্রাজিলকেই প্রতিপক্ষ হিসেবে চেয়েছিলেন তিনি।

মঙ্গলবার পুরুষ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে জাপানকে ১-০ গোলে হারায় স্পেন। ফাইনালে তাদের প্রতিপক্ষ বর্তমান সোনা জয়ী ব্রাজিল। তবে তাতে ভয় পাচ্ছেন না পেদ্রি। বরং তিনি জানিয়েছেন, সেরা দলের বিপক্ষে খেলতেই পছন্দ করেন। 

স্প্যানিশ মিডফিল্ডার বলেন, ‘আমি শুরু থেকেই ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলকে চেয়েছিলাম। আমি সবসময় সেরা দলের বিপক্ষে খেলতে চেষ্টা করি। ব্রাজিল ভালো ফুটবল খেলে, তাই এটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে। তারা খুবই টেকনিক্যাল এবং বল নিয়ে উপভোগ করতে পছন্দ করে।’

গত বছর ধরে পেদ্রির টানা খেলা নিয়ে নানা সমালোচনা তৈরি হয়েছে। বছরজুড়ে বার্সেলোনার হয়ে খেলার পর স্পেনের হয়ে ইউরো, এখন খেলছেন অলিম্পিকেও। তবে এতকিছুর পরও ভালো অনুভব করছেন বলেই জানিয়েছেন পেদ্রি। 

তিনি বলেছেন, ‘আমি ভালো অনুভব করছি। আমি নিশ্চয়ই অনেক ক্লান্ত, সবার এমন কথা বলা খুব স্বাভাবিক। কিন্তু প্রতি ম্যাচের পর দলের জন্য নিজেকে উজাড় করে দিতে সবাইকে যতটা সম্ভব বিশ্রাম নিতে হবে। ততটা বিশ্রাম নেওয়ার চেষ্টা করি।’

এমএইচ