জুনিয়র বিশ্ব অ্যাথলেটিকসে বাংলাদেশ
অনূর্ধ্ব-২০ ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ ১৭ থেকে ২২ আগষ্ট কেনিয়ার রাজধানী নাইরোবিতে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অ্যাথলেটিকস ফেডারেশনের দুই সদস্যের বাংলাদেশ অ্যাথলেটিকস দল আজ রোববার সকাল ১১টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে ঢাকা ত্যাগ করে।
২ সদস্যের দলে ১ জন খেলোয়াড় ও বাকি ১ জন কোচ এবং ম্যানেজারের দায়িত্ব পালন করবেন। বিকেএসপির অ্যাথলেটিকস কোচ ফৌজিয়া হুদা জুঁই কোচ এবং ম্যানেজার ও বিকেএসপির অ্যাথলেট সুমাইয়া দেওয়ান ১০০ মিটার ইভেন্টে অংশগ্রহণ করবেন। সুমাইয়া দেওয়ান অনূর্ধ্ব-১৮ বয়সের ডিসিপ্লিনে অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে ২৪ আগস্ট দেশে ফিরে আসবেন তারা।
বিজ্ঞাপন
২০১৭ সালে কেনিয়ার নাইরোবিতেই যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে জহির রায়হান ৪০০ মিটার ইভেন্টে সেমিফাইনালে খেলেছিল। এখন পর্যন্ত এটা বাংলাদেশের সেরা সাফল্য।
এজেড/এটি/টিআইএস
বিজ্ঞাপন