উইকেটের উল্লাসে ভারত/ ছবি: সংগৃহীত

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ৩৬৯ (লাবুশেন ১০৮, পেইন ৫০, গ্রিন ৪৭; নটরাজন ৮৭-৩, শার্দুল ৯৪-৩, সুন্দর ৮৯-৩)

প্রথম দিন শেষে অস্ট্রেলিয়া বড় স্কোরের ইঙ্গিতই দিয়েছিল। তবে সেটি দুই অভিষিক্ত ও এক ‘প্রায়’ অভিষিক্ত’র আঁটসাঁট বোলিংয়ে তা আর হয়নি স্বাগতিকদের। বোর্ডার গাভাস্কার ট্রফির সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস তাই শেষ হয়েছে ‘মাত্র’ ৩৬৯ রানে।

প্রথম দিনের তিন সেশনের প্রথমটাতেই যা একটু আলো জ্বেলেছিলেন ভারতীয় বোলাররা। পরের দুই সেশন পরিষ্কারভাবেই ছিল অস্ট্রেলিয়ার। স্কোরবোর্ডে ছিল ২৭৪ আর অপরাজিত ছিলেন দুই অজি ব্যাটসম্যান পেইন আর গ্রিন। তাতে বড় স্কোরে চাপা পড়ার শঙ্কাও মাথাচাড়া দিয়ে উঠেছিল ভারতীয় শিবিরে।  

সে শঙ্কা উড়িয়ে দিতে ভারতের লাগল ২৮ ওভার। তাও আবার একজন বোলার কম নিয়েই! আগের দিনের ৭.৫ ওভার বল করে কুঁচকির চোট নিয়ে উঠে যাওয়া নবদ্বীপ সাইনি এদিনও মাঠে নামতে পারেননি। 

তবে তার অনুপস্থিতি এদিন খুব বেশি ভোগায়নি ভারতকে। অর্ধশতক ছোঁয়া অজি অধিনায়ক পেইনকে তুলে নিয়ে শুরুটা করেন শার্দুল ঠাকুর। ৯৮ রানের জুটি ভেঙে যাওয়ার পর খুব বেশি টিকতে পারেননি গ্রিনও। ব্যক্তিগত ৪৭ রানে ওয়াশিংটন সুন্দরের শিকার হন তিনি। পরের ওভারেই শার্দুলের বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন প্যাট কামিন্স। ফলে শঙ্কা জাগে আরও কমেই স্বাগতিকদের অলআউট হওয়ার। 

তবে নাথান লায়ন ও মিচেল স্টার্কের দুটো ক্যামিওতে সে শঙ্কা দূর করে দলটি। দলীয় ৩৫০ রান পার হওয়ার পরই সুন্দরের তৃতীয় শিকার হয়ে ব্যক্তিগত ২৪ রানে বিদায় নেন লায়ন। তবে স্টার্ক ২০ রান নিয়ে অপরাজিত ছিলেন শেষতক। ১১ রান করা জশ হেইজেলউড কে নিজের তৃতীয় শিকার বানিয়ে অজি ইনিংসকে ৩৬৯ রানেই শেষ করেন নটরাজন। 

২৮.২ ওভার, ৯৫ রান, ৫ উইকেট; দ্বিতীয় দিনের প্রথম সেশনটা যে নিরঙ্কুশভাবে ভারতের, তা আর বলে না দিলেও চলে!

এনইউ