নেইমারদের কোচ পচেত্তিনো করোনায় আক্রান্ত
ছবি: সংগৃহীত
নিজেকে কিছুটা দুর্ভাগা ভাবতেই পারেন পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো। মাত্রই কোচিং ক্যারিয়ারের প্রথম শিরোপাটা জিতেছেন। প্রতিদ্বন্দ্বীদের হুমকিও দিয়ে রেখেছিলেন ‘এটা তো সবে শুরু’ বলে। এরপরই কিনা আক্রান্ত হলেন করোনায়!
ফরাসি লিগ ওয়ানে পিএসজি আগামীকাল রবিবার রাত ২টায় মুখোমুখি হবে অঁজার্সের বিপক্ষে। তার আগে নিয়মিত করোনা পরীক্ষায় এই দুঃসংবাদ পায় পিএসজি। তবে তিনি উপসর্গহীন ও সুস্থ্ আছেন বলে জানিয়েছে তার দল। ক্লাবের পক্ষ থেকে এক টুইটে জানানো হয়, করোনা শনাক্ত হওয়ার খবর পেয়েই আইসোলেশনে চলে যান আর্জেন্টাইন এই কোচ। তার পরিবর্তে পিএসজির পরবর্তী ম্যাচে কোচের দায়িত্ব পালন করবেন পচেত্তিনোর সহকারী জেসাস পেরেজ ও মিগুয়েল ডি অগাস্তিনো।
বিজ্ঞাপন
পিএসজি ডাগআউটে নিজের অভিষেক ম্যাচে সেঁত এতিয়েঁর বিপক্ষে ১-১ ড্রয়ের পরের দুই ম্যাচেই জয় পেয়েছেন পচেত্তিনো। যার শেষটি আর্জেন্টাইন এই কোচকে এনে দিয়েছে প্রথম শিরোপার স্বাদ। আর ফরাসি লিগ ওয়ানে লিলের চেয়ে ১ পয়েন্টে পিছিয়ে আছেন নেইমাররা।
পিএসজিতে আসার আগে টটেনহ্যামের হয়ে পাঁচ বছর কোচিং করিয়েছেন তিনি। তবে পচেত্তিনো সেখানে শিরোপা জিততে পারেননি একটিও। এর আগে সাউদাম্পটনেরও পূর্ণকালীন কোচ ছিলেন তিনি। কোচিং জীবনটা তার শুরু হয়েছিল এস্পানিয়লের তৃতীয় কোচ হিসেবে।
খেলোয়াড়ি জীবনে নিউয়েলস ওল্ড বয়েজ, এস্পানিয়ল, পিএসজি ও, বোর্দোর হয়ে খেলেছেন তিনি।
বিজ্ঞাপন
এনইউ